Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাফির ‘অক্সিজেন’-এ মাহি


১৬ জুলাই ২০২০ ১৫:০৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রায়হান রাফি ‘পোড়ামন ২’ ও ‘দহন’ পরিচালনার আগে নাম কুড়িয়ে ছিলেন স্বল্পদৈর্ঘ্য দিয়ে। তার পরিচালনায় ‘আজব বাক্স’, ‘রতন’ ও ‘জাহির’ বেশ আলোচিত ছিলো। বহুদিন পর তিনি আবার স্বল্পদৈর্ঘ্য পরিচালনা করলেন— অক্সিজেন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন মাহিয়া মাহি।

রাফি স্বল্পদৈর্ঘ্যটি নিয়ে বলেন, করোনাভাইরাসের কারণে লকডাউনের সময়ে আমি বিদ্যা সিনহা মিমের ইউটিউব চ্যানেলের জন্য ‘কানেকশন’ বানিয়েছিলাম। তখন মনে হলো আমার নিজের মতো করে আরেকটা স্বল্পদৈর্ঘ্য বানাই না কেন। কিন্তু সমস্যা ছিলো সে সময়ে চাইলে যেখানে সেখানে ক্যামেরা নিয়ে শুটিং করা সম্ভব ছিলো না। তাই অপেক্ষায় ছিলাম স্বাভাবিকভাবে শুটিং করার সুযোগ আসার। সে সুযোগ আসার পর কিছুদিন আগে আমরা ‘অক্সিজেন’র শুটিং করেছি।

বিজ্ঞাপন

মাহি বলেন, ‘এর গল্প কিংবা আমার চরিত্র সম্পর্কে কিছুই বলবো না এখন। তবে বলবো আমার ভক্ত-দর্শকরা আমাকে একটি অন্যরকম চরিত্রে পাবে। আমার বিশ্বাস সবাই কাজটি পছন্দ করবে।’

শুক্রবার (১৭ জুলাই) ‘অক্সিজেন’র ট্রেলার আসবে। এটি এ ঈদে মুক্তি দেওয়া হবে।

অন্যদিকে রায়হান রাফির পরিচালনায় ‘স্বপ্নবাজী’তেও অভিনয় করছেন মাহি। ছবিটির শুটিং করোনাভাইরাসের কারণে আটকে রয়েছে। রাফি জানান, করোনার প্রকোপ শেষ হলেই তারা আবার শুটিং শুরু করবেন।

আরও পড়ুনঃ রাফির এ ছবির রহস্য কী

অক্সিজেন মাহিয়া মাহি রায়হান রাফি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর