Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

থ্রিলার গল্পে সাত পর্বের ‘গিরগিটি’


১৭ জুলাই ২০২০ ১৪:৩৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেশ কয়েক বছর ধরে ঈদ উপলক্ষে আমাদের দেশের চ্যানেলগুলোতে সাত পর্বের ধারাবাহিক প্রচারিত হয়। সেগুলো বেশ আলোচিতও হয়। সে ধারাবাহিকতায় দীপ্ত টিভিতে প্রচারিত হবে সাত পর্বের থ্রিলার ‘গিরগিটি’।

রায়হান খানের রচনা ও পরিচালনা ‘গিরগিটি’ নির্মিত হয়েছে। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশারফ করিম, জুঁই করিম, তারিক আনাম খান, ইন্তেখাব দিনার।

গিরগিটির গল্পে দেখা যায়, বিবাহ বার্ষিকী উপলক্ষে ছিলো অহনার ও রাশেদের বিভিন্ন রকমের প্রস্তুতি। একটু একটু করে আনন্দের রং ফিকে হতে থাকে অজানা একটি ফোন কলের কারণে। শুরুতে স্ত্রীর কাছে আসা ফোন কলকে গুরুত্ব দেয় না রাশেদ। কিন্তু প্রথম থেকে ফোন কলের ব্যাপারটা ভালো লাগে না অহনার। কারণ ফোনের অপর প্রান্তের লোকটি এমনভাবে কথা বলে যেন পূর্বপরিচিত এবং ক্রামান্বয়ে মেরে ফেলার হুমকি দিতে থাকে।

বিজ্ঞাপন

অহনাকে আল্টিমেটাম দেয় এক সপ্তাহের মধ্যে রাশেদকে ডির্ভোস দিয়ে ফোন কলারের কাছে চলে যেতে, তা নাহলে তার জীবনের পূর্বের অজানা তথ্য ফাঁস করে দিবে। একটা সময় পুলিশের কাছেও যায় তারা। কিন্তু শেষ রক্ষা হয় না অহনার। সে রহস্যজনকভাবে খুন হয়। কিন্তু কেনো খুন? এ নিয়ে এগিয়ে যাবে গল্প।

ইন্তেখাব দিনার গিরগিটি জুঁই করিম তারিক আনাম খান মোশাররফ করিম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর