Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিথিলার সাথে জয়া ও আবীর


১৮ জুলাই ২০২০ ১৩:৫১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘একাত্তর জার্নাল’র উপস্থাপক ও সাংবাদিক মিথিলা ফারজানা তার উপস্থাপনা ভঙ্গি ও প্রশ্নের ধরণের কারণে দর্শকদের কাছে জনপ্রিয়। অন্যদিকে বেশ সাফল্যের সঙ্গেই দুই বাংলায় অভিনয় করে চলেছেন জয়া আহসান। অন্যদিকে ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা আবীর চট্টোপাধ্যায়। দুজনেই একসাথে অভিনয় করেছেন বাংলা চলচ্চিত্রে আলোচিত ছবি ‘বিসর্জন’ ও ‘বিজয়া’তে।

দুই বাংলার দুই জনপ্রিয় অভিনয়শিল্পী আজ (শনিবার) একসাথে কথা বলবেন অনলাইন আড্ডায়। ‘এই আলো এই অন্তরাল’-এ আসবেন তারা। আর এতে উপস্থাপক হিসেবে থাকছেন মিথিলা ফারজানা। তার পরিকল্পনায় অনুষ্ঠানটি হচ্ছে। প্রচারিত হবে আজ (শনিবার) রাত ৯টায় উপস্থাপকের ফেসবুক পেইজ থেকে।

বিজ্ঞাপন

এই আয়োজন প্রসঙ্গে মিথিলা ফারজানা বললেন, ‘এ করোনাকালে ঘরবন্দি সময়ে টিভি শোয়ের বাইরে কিছুটা সময় ছিলো হাতে। সেই সময়টাতে নতুন কিছু করতে চাইছিলাম। অবশেষে মাথায় এলো করোনাকালে দুই বাংলার একটা মেলবন্ধন ঘটাতে। যেটা তেমন কাউকে করতে দেখছিলাম না।’

জয়া আহসান ও আবীর চট্টোপাধ্যায়কে নিয়ে ‘এই আলো এই অন্তরাল’ প্রচারিত হবে আজ (শনিবার) বাংলাদেশ সময় রাত ৯টায় ফেসবুক পেইজ- facebook.com/realmithilafarzana.page/ -লিংকে।

আবীর চট্টোপাধ্যায় এই আলো এই অন্তরাল জয়া আহসান মিথিলা ফারজানা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর