মারা গেলেন বিটিভির প্রযোজক ও শিক্ষক আহসান হাবীব কোহিনুর
২০ জুলাই ২০২০ ১৩:২০
হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বিটিভির সাবেক প্রযোজক, নির্মাতা ও শিক্ষক আহসান হাবীব কোহিনুর। রোববার (১৯ জুলাই) দিবাগত রাত ৩টা ১০ মিনিটে ঢাকায় নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গণমাধ্যমে তার মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন মেয়ে মানজুমা আহসান অভি।
কর্মজীবনে আহসান হাবীব কোহিনুর বিটিভিসহ একাধিক টেলিভিশনে প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের ‘ফিল্ম, টেলিভিশন এন্ড ডিজিটাল মিডিয়া (এফটিডিএম)’ ডিপার্টমেন্টসহ একাধিক বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতা করেছেন তিনি।
আহসান হাবীব কোহিনুর’র মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংস্কৃতি অঙ্গনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংস্কৃতিক ব্যাক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু লিখেছেন, ‘চলে গেলেন আজীবনের বন্ধু আহসান হাবীব কোহিনূর। বাংলাদেশের গ্রুপথিয়েটার আন্দোলনের প্রারম্ভিক কালের অন্যতম পথিকৃত। চট্টগ্রামের ‘থিয়েটার’৭৩’ নাট্যদলের অন্যতম কান্ডারী কোহিনূর ‘তরুণ ও বহমান ক্ষত’ নাটক রচনার মধ্যদিয়ে সেইকালে বাংলাদেশের নাট্যচর্চায় ভিন্নমাত্রা যোগ করেন। নিভৃতচারী এই মানুষটির সাহিত্য ও সংগীতের পান্ডিত্যে আমরা মুগ্ধ ছিলাম। বিশেষ করে শাস্ত্রীয় সংগীত ও যন্ত্র সংগীতের চর্চায় তিনি তাঁর শেষ জীবন অতিবাহিত করছিলেন।’
আহসান হাবীব কোহিনুর’র মৃত্যুতে শোক জানিয়ে নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু আরো লিখেছেন, ‘বাংলাদেশ টেলিভিশনে তাঁর প্রযোজিত রুচিশীল অনুষ্ঠান সমূহ নান্দনিক উৎকর্ষে উন্নীত। বন্ধুত্বের পাশাপাশি আমরা দীর্ঘ একদশক টেলিভিশনে সহকর্মী ছিলাম। নি:সার্থ ভাবে ভলোবাসতে জানতেন কোহিনূর। গতরাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তার এই আকস্মিক মৃত্যুতে আমি বাকরুদ্ধ। এ শোক কাটবেনা বহুকাল। আহসান হাবীব কোহিনূর অনেক ভালোবাসতাম তোমাকে।’
প্রতিকৃতিঃ তাজুল ইমাম
আহসান হাবীব কোহিনুর টেলিভিশন এন্ড ডিজিটাল মিডিয়া (এফটিডিএম) নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু নির্মাতা প্রযোজক ফিল্ম শিক্ষক