Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কথা রাখলেন ইমরান!


২১ জুলাই ২০২০ ১৬:৩১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তোমাদের প্রথম গান নিজ উদ্যোগে আমি করে দেবো—গত বছর অনুষ্ঠিত শিশুদের গানের রিয়েলিটি শো ‘গানের রাজা’র সেরা ৫ প্রতিযোগীকে এভাবেই কথা দিয়েছিলেন আসরের অন্যতম বিচারক ইমরান মাহমুদুল। এরমধ্য কথা পূর্ণ করেছেন প্রথম ও দ্বিতীয় প্রতিযোগী লাবিবা ও শফিকুল ইসলামের জন্য গান করে।

এবার ইমরান হাজির হচ্ছেন প্রতিযোগিতায় তৃতীয় হওয়া সিঁথি সরকারকে নিয়ে। ঈদ উৎসবে সিএমভি প্রকাশ করছে দুজনের প্রথম গান ‘জানি পাবো না’। কথা লিখেছেন স্নোহাশীষ ঘোষ। সুর-সংগীতের পাশাপাশি সিঁথির সহশিল্পী হিসেবে গানটিতে কণ্ঠও দিয়েছেন ইমরান।

ইমরান বলেন, ‘সবার আগে অডিশন রাউন্ডেই আমি সিঁথিকে বলেছিলাম, তোমাকে নিয়ে একটা দ্বৈত গান করবো। কারণ, ওর বয়স কম হলেও কণ্ঠটা খুবই পরিণত। যেটা অন্যদের ছিলো না। সবমিলিয়ে ওর জন্য এই সফট রোমান্টিক গানটি করলাম। আগের দুটি গানের মতো এটিও সিএমভি থেকে মুক্তি পাচ্ছে, ভালো লাগছে।’

বিজ্ঞাপন

এদিকে শুধু গানই নয়, তৈরি হয়েছে গল্পনির্ভর একটি ভিডিও। যেখানে নায়ক ইমরানের সঙ্গে নায়িকা হলেন মডেল নাদিয়া মীম। এটি নির্মাণ করেছেন সৈকত রেজা।

সিএমভি সূত্র জানায়, ২৪ জুলাই গানটির অডিও ও ভিডিও একযোগে উন্মুক্ত হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলসহ দেশের বেশিরভাগ স্ট্রিমিং প্ল্যাটফর্মে।

ইমরান সিঁথি সরকার