Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিরলেন হিমেল ও মোনালিসা, সঙ্গে তাহসান


২২ জুলাই ২০২০ ১৩:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরিচালক হিমেল আশরাফ অসংখ্য নাটক বানিয়েছেন। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সুলতানা বিবিয়ানা’ও পরিচালনা করেছেন। কিন্তু গত প্রায় দুবছর ধরে আমেরিকায় প্রবাসী এ নির্মাতা। অন্যদিকে টেলিভিশনের একসময়ের নিয়মিত অভিনেত্রী মোনালিসাও অনেক বছর ধরে আমেরিকায় থাকেন। তিনিও বছর খানেকের উপরে হয়েছে কোন নাটকে অভিনয় করেননি।

‘দেখা হবে’ শিরোনামের একটি ঈদের নাটকে হিমেল আশরাফের পরিচালনায় অভিনয় করেছেন মোনালিসা। আরেক জনপ্রিয় অভিনেতা তাহসান খান অভিনয় করেছেন নাটকটিতে।

পরিচালক হিমেল জানালেন, ‘দেখা হবে’র গল্পটি সাবেক প্রেমিক-প্রেমিকার গল্প। এ করোনাকাল তাদেরকে আবার মুখোমুখি করে দেয়।

বিজ্ঞাপন

তাহসান গত ১২ জুলাই নিউইয়র্কে গিয়েছিলেন। নিউইয়র্কের ম্যানহাটান, লং আইল্যান্ড, কোনি আইল্যান্ড, ডাম্বো, কুইনস ভিলেজ এবং টাইমস স্কয়ারে ১৭ জুলাই থেকে টানা তিন দিন শুটিং হয়েছে। আগামী ২৫ জুলাই নাটকটির একদিনের শুটিং বাকি।

নাটকটি প্রযোজনা করেছেন আরেক নির্মাতা হিমু আকরাম। এটি তার চতুর্থ প্রযোজনা। এবারের ঈদে আরটিভিতে প্রচারিত হবে ‘দেখা হবে’।

তাহসান দেখা হবে মোনালিসা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর