Thursday 15 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পূজা- রাজ বর্মনের ‘তোকে চাই’


২৩ জুলাই ২০২০ ১৫:৩৭

বাংলাদেশের বাঁধন সরকার পূজা ও কলকাতার রাজ বর্মন মিলে গাইলেন ‘তোকে চাই’। আহমেদ রিজভীর কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন কিশোর দাস। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন।

গানটি প্রসঙ্গে পূজা বলেন, ‘গানটির কথা-সুর আমার খুব পছন্দ হয়েছে। তাই বেশ আনন্দ নিয়েই কাজটি করেছি। রাজ বর্মনের গায়কীর ফ্যান আমি নিজেও। দারুণ গেয়েছে গানটি। নিশ্চিত এই গানটি আমার শ্রোতারা অনেক পছন্দ করবেন।’

রাজ বর্মন বলেন,‘পূজা এত সুন্দর করে গান গায়, আমি মুগ্ধ। গানটির কথা ও সুর অসাধারন। দুই বাংলার শ্রোতাদেরই গানটি খুব ভালো লাগবে আমার বিশ্বাস।’

ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে আগামী ২৪ জুলাই গানটি উন্মুক্ত করা হবে। এছাড়া জিপি মিউজিক, বাংলালিংক ভাইব, রবি স্প্ল্যাশ এবং স্বাধীন মিউজিক অ্যাপে।

তোকে চাই বাঁধন সরকার পূজা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর