Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুস্থতার মিথ্যা খবরে ক্ষুব্ধ অমিতাভ


২৪ জুলাই ২০২০ ১১:১৩ | আপডেট: ২৪ জুলাই ২০২০ ১১:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুস্থ হয়ে উঠেছেন অমিতাভ বচ্চন! তিনি এখন করোনামুক্ত… সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ভারতীয় একটি গণমাধ্যমে এই খবর প্রচার হতেই আনন্দে মেতে ওঠেন অনুরাগীরা। নানা আয়োজনের পরিকল্পনাও করে ফেলেন তারা। কিন্তু ঘন্টা খানেকের মধ্যেই জানা যায়- খবরটি মিথ্যা। এই খবর নজরে আসার সাথে সাথেই সামাজিক যোগাযোগ দেয়া একটি পোস্টে অমিতাভ জানান, তিনি করোনামুক্ত নন, খবরটি একেবারেই মিথ্যা।

শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১০টা… ‘আমি করোনা আক্রান্ত। হাসপাতালে ভর্তি হলাম’- বলিউড মহাতারকার এমনই একটি পোস্টে যেন ঝড় উঠে গেল। সারা বিশ্বের সিনেমাপ্রেমীরা একসুরে ব্যস্ত হয়ে পরলেন অমিতাভ বচ্চনের আরোগ্য কামনায়। বিনোদন ইন্ডাস্ট্রি থেকে রাজনৈতিক ময়দানের ব্যক্তিত্বরা, প্রত্যেকেই উদ্বিগ্ন। কোটি কোটি ভক্তের বার্তা উপচে পড়ল বিগ বি’র সোশ্যাল ওয়ালে! প্রার্থনায় সামিল হয়েছেন বলিউড-সহ বিভিন্ন তারকারাও। সামাজিক যোগাযোগ মাধ্যম ভরে উঠছে তাদের প্রার্থনায়।

বিজ্ঞাপন

পরদিন (রোববার) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া একটি পোস্টে প্রবীণ এই অভিনেতা সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লিখেছেন, ‘অভিষেক-ঐশ্বরিয়া-আরাধ্যা ও আমার প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে যে ভাবে সবাই আমাদের জন্য প্রার্থনা করেছেন তার জন্য আমি কৃতজ্ঞ। প্রত্যেককে আলাদা করে ধন্যবাদ জানাতে না পারলেও আমি হাত জোর করে বলছি আপনাদের ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ।’

এখনো হাসপাতালে শুয়ে আছেন অমিতাভ। আর সেখান থেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভক্তদের সঙ্গে যোগাযোগ রেখেই চলেছেন তিনি। ভক্তদের উদ্দেশ্যে দিচ্ছেন গুরুত্বপূর্ণ পরামর্শ। চিকিৎসায় ভাল সাড়া দিলেও এখনো করোনা ভাইরাস থেকে মুক্তি পাননি অমিতাভ। ডাক্তার, স্বাস্থ্যকর্মীদের এক বিশেষ টিমের কড়া পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

অমিতাভ বচ্চন করোনা আক্রান্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর