Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুজব আর ষড়যন্ত্রে কোণঠাসা এ আর রহমান!


২৫ জুলাই ২০২০ ২০:১০

কোন সিনেমায় মিউজিক ডিরেক্টর এ আর রহমান থাকা মানেই দুর্দান্ত কিছু গান। দর্শকরা নিশ্চিত হয়ে যান যে ছবির গানগুলি অন্তত মন ছুঁয়ে যাবে। গত এক যুগেরও বেশি সময় ধরে তার সৃষ্টিতে মুগ্ধ পুরো সংগীত দুনিয়া। দক্ষিণী ইন্ডাস্ট্রি কিংবা বলিউডের সীমানা পেরিয়ে বছর খানেক আগেই পাড়ি জমিয়েছেন পশ্চিমী বিনোদন জগতে। আর সেখানেও রীতিমতো সফল তিনি। তার কনসার্ট মানেই উন্মত্ততার চূড়ান্ত সীমায়। কিন্তু তার মত এত বড় মাপের একজন সংগীতকার, যিনি কিনা ভারতের একমাত্র অস্কারজয়ী সংগীত পরিচালক, তাকেও দুঃখ করে বলতে হচ্ছে, ‘বলিউডের কোনও গ্যাং তার বিরুদ্ধে গুজব রটাচ্ছে..!’

বিজ্ঞাপন

সদ্য মুক্তিপ্রাপ্ত ‘দিল বেচারা’ ছবিতে মনভোলানো সংগীতের নেপথ্যে রয়েছেন এ আর রহমান। সেই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়েছিল যে বলিউডে এত কম কাজ কেন করেন তিনি? উত্তরে এ আর রহমান জানালেন, ‘আমি কখনোই ভাল ছবিতে কাজ করার প্রস্তাব নাকচ করি না। তবে ইন্ডাস্ট্রিতে কোনও এক গ্যাং রয়েছে, যারা অনেক ভুল বোঝাবুঝির সৃষ্টি করছে। আমার বিরুদ্ধে মিথ্যে গুজব ছড়াচ্ছে। এমন কি, পরিচালক মুকেশ ছাবড়া যখন আমার কাছে ‘দিল বেচারা’র প্রস্তাব নিয়ে আসেন তখন সেই ধারণা আমার কাছে আরও পরিষ্কার হয়ে ওঠে।’

বিজ্ঞাপন

কি ধরনের গুজব ছড়ানো হচ্ছে জানতে চাইলে এ আর রহমান বললেন, ‘মুকেশ আসার দু’দিনের মধ্যেই চারটি গান কম্পোজ করে ওকে দিই আমি। মুকেশ তখন আমাকে জানান যে, স্যর আপনার সম্পর্কে তো অনেকেই অনেক কথা বলেছেন এতদিন। এমনকী অনেকেই ওকে পরামর্শ দিয়েছিলেন আমার কাছে না আসার জন্য। মুকেশ এও বলেছেন যে, বহু লোক তাকে একাধিক গল্প শুনিয়েছেন আমার বিরুদ্ধে…! মুকেশের ওই মন্তব্যের পরই আমার ধারণা আরও স্পষ্ট হয় যে, কেন কোনও হিন্দি ছবি কিংবা কোনও ভাল সিনেমায় মিউজিকের প্রস্তাব আমার কাছে আসে না। বাধ্য হয়েই একটা গ্যাংয়ের চক্রান্তের শিকার হয়ে ডার্ক কিছু ছবির কাজ আমাকে বেছে নিতে হচ্ছে!’

এ আর রহমান আরও বলেন, ‘তবে আমি কাউকে জানাইও না যে তারা কতটা ক্ষতি করছে। আমি ঈশ্বরের উপর বিশ্বাস রাখি। আমি অন্য অনেক কাজ করছি। কিন্তু সবাইকে বলছি, আরও ভাল ভাল ছবি বানান এবং সেসব ছবির মিউজিকের জন্য আপনারা যে কোনও সময়ে আসতে পারেন আমার কাছে।’

সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি ‘দিল বেচারা’-র অন্যতম আকর্ষণ অবশ্যই ছবির গানগুলি ৷ টাইটেল ট্র্যাক তো ছিলই ৷ পাশাপাশি ছবি দেখার পর সবাই মনে মনে গুন গুন করছেন ‘ম্যায় তুমহারা’ গানটিও৷ শুক্রবার (২৪ জুলাই) ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছে ছবিটি। আরমুক্তির কয়েক মিনিটের মধ্যেই এই ছবির রেটিং পৌঁছে যায় ১০-এ। ওটিটি প্ল্যাটফর্মে এভাবে কোনও ছবি দেখার জন্য সিনেমাপ্রেমীদের তুমুল আগ্রহ এর আগে কখনোই দেখা যায়নি ৷

এ আর রহমান গুজব দিল বেচারা বলিউড ষড়যন্ত্র

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর