‘নারীর জন্য এদেশ হোক নিরাপদ’
৮ মার্চ ২০১৮ ১৪:৫০ | আপডেট: ৮ মার্চ ২০১৮ ১৪:৫৬
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। বিশেষ এই দিনে নিজেদের ভাবনা ও প্রত্যাশার কথা জানিয়েছেন ঢাকাই সিনেমার চার চিত্রনায়িকা
দেশের প্রথম সুপারহিরোইন ঘরানার সিনেমা ‘বিজলী’র নায়িকা তিনি। আশা করেন, সফল অভিনয়শিল্পীদের জীবনের যে ত্যাগে মহিমান্বিত হয়েছে চলচ্চিত্র, সেই অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হোক।
- ইয়ামিন হক ববি
এই যে প্রতিনিয়ত সহিংসতা বাড়ছে নারীর প্রতি, এটা আর ভালো লাগে না। আমি চাই, আমার আশা এবং সবার কাছে অনুরোধ, আমার দেশে এমন ঘটনা, দুঃসংবাদ যেনো আর না হয়। চলচ্চিত্রে নারীর অবদান কিন্তু অনেক। কিন্তু কেন যেনো নারীর অবদানের কথাটা সামনে আসে না। নারী অভিনয়শিল্পীদের ত্যাগের কথা আড়ালে থেকে যাচ্ছে। সেগুলো সামনে আসুক। যেহেতু আমি চলচ্চিত্রের মানুষ, আমার খুব ভালো লাগবে, যদিও চলচ্চিত্রে নারীদের দৃঢ় অবস্থানের কথা সবাই শ্রদ্ধার সাথে স্মরণ করে।
বাংলাদেশ তো বটেই, কলকাতাতেও অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম। নিজেকে চিনিয়েছেন কঠোর পরিশ্রমে। আহ্বান জানিয়েছেন নারীর জন্য প্রতিটি দিন নিরাপদ করে তোলার।
- বিদ্যা সিনহা সাহা মিম
আন্তর্জাতিক নারী দিবসকে বিশেষ করে তুলতে চাই না। আমি চাই নারীর প্রত্যেকটা দিন হোক আনন্দময়। এই একটি দিন যেভাবে সবাই নারীকে সম্মান জানায়, শ্রদ্ধা করে, ভালোবাসে, প্রত্যেকটি দিনেই যেন তেমন হয় প্রত্যেকটি নারীর জন্য। এই একটি দিনেই যেন শুধু ফেসবুক স্ট্যাটাস আর মুখে সীমাবদ্ধ না থাকে নারীর প্রতি শ্রদ্ধার অনুভূতি।
হালের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। অভিনয়ে, ব্যবহারে সবার মন জয় করে নিয়েছেন অল্পতেই। তিনি চান, অবহেলা নয়, সুযোগ পেলে নারীও হতে পারে গর্বের কারণ।
- মাহিয়া মাহি
অনেক খবরে দেখি যে মেয়ে শিশু জন্মালে তাকে অবহেলা করা হয়। অনেক সময় মেরেও ফেলা হয়। সেই মানসিকতা থেকে সবাই বেরিয়ে আসুক, এই আমার প্রার্থনা।
দেখেন আমি তো নারী, একজন অভিনেত্রী। আমি আমার মা-বাবার একমাত্র সন্তান। তারা আমাকে কষ্ট করে বড় করেছে। এখন অনেকে আমার বাবা-মাকে বলে ‘ঐ যে মাহীর বাবা, ঐ যে মাহীর মা’। এটা আমার কাছে অনেক বড় পাওয়া। আমার পরিচিত অনেককেই আমার পরিচয় দিয়ে আনন্দ পেতে দেখেছি। তাই সবাইকে বলতে চাই। নারীকে অবহেলা করবেন না, তারাও আপনাকে করে তুলতে পারে গর্বিত।
এখন তিনি দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী। নিজ যোগ্যতায় সীমান্ত পেরিয়ে আরো দূরে এগিয়ে যাচ্ছেন তিনি। কিন্তু তার পেছনে যার অবদান, নারী দিবসে তাকেই শ্রদ্ধা জানিয়েছেন তিনি।
- জয়া আহসান
আজ এই আন্তর্জাতিক নারী দিবসে আমি তার সম্পর্কে কথা বলতে চাই যার জন্য আমি আজ এখানে আছি। সেই বিশেষ মানুষটি আমার মা। তার দ্বারা প্রদর্শিত পথই আজ আমার স্বপ্নপূরণে সাহায্য করেছে। এই বিশেষ দিনে, আমার জীবনে তার অবদানের স্বীকার করতে আমার যথেষ্ট শব্দ নেই। সবকিছুর জন্য তোমায় ধন্যবাদ মা।
সারাবাংলা/পিএ/টিএস