Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লাভলু-মিমের ‘চুরি করা বউ’


২৮ জুলাই ২০২০ ১৩:৫১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্মাতা এস এ হক অলিক প্রতি ঈদের জন্য নিয়মিত নাটক নির্মাণ করেন। এবারে ঈদের জন্য নির্মাণ করেছেন ‘চুরি করা বউ’। নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন মিম চৌধুরী ও সালাউদ্দিন লাভলু।

‘চুরি করা বউ’র শুটিং হয়েছে সম্প্রতি। গাজীপুরের পুবাইলে দুদিনব্যাপী কমেডি ধাঁচের নাটকটির শুটিং হয়। এবারের ঈদে একটি বেসরকারি চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।

নাটকটি নিয়ে মিম চৌধুরী বলেন, ‘কমেডি ধাঁচের নাটকে অনেক মজার উপাদান থাকে। এর আগে লাভলু ভাইয়ের পরিচালনায় অভিনয় করলেও সহুশিল্পী হিসেবে এবারই প্রথম। অলিক ভাইকে ধন্যবাদ সুযোগটি করে দেওয়ার জন্য।’

বর্ষীয়ান অভিনেতা ও নির্মাতা সালাউদ্দিন লাভলু নাটকটি নিয়ে বলেন, ‘অলিকের কাজের আমি সব সময়ের ফ্যান আমি। তার নির্মিত নাটক বা সিনেমাগুলো সুন্দর হয় অনেক। কাজটি করে আনন্দ পেয়েছি। বিশেষ করে মিমের কথা বলবো। ও ভীষণ পরিশ্রমী ও পরিশ্রমী একটা মেয়ে।’

বিজ্ঞাপন

‘চুরি করা বউ’ নাটকের গল্পে দেখা যায়, পূর্বের অভ্যাস থেকে সালাউদ্দিন লাভলু চুরি করে বিয়ে করেন। মিম চৌধুরীর সঙ্গেও তার একইভাবে বিয়ে হয়। সুন্দর সমাপ্তি দিয়ে নাটকের গল্প হেষ হয়।

চুরি করা বউ মিম চৌধুরী সালাউদ্দিন লাভলু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর