Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দশম বর্ষে মাছরাঙা


২৯ জুলাই ২০২০ ১৪:১৪

পথচলার নয় বছর পেরিয়ে দশম বর্ষে পদার্পণ করছে মাছরাঙা টেলিভিশন। ‘রাঙাতে এলো মাছরাঙা’ স্লোগান নিয়ে ২০১১ সালের ৩০ জুলাই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে মাছরাঙা টেলিভিশন।

যাত্রালগ্ন থেকে চ্যানেলটি অনুষ্ঠান ও সংবাদ প্রচারের ক্ষেত্রে বাংলাদেশকে ধারণ করে এগিয়ে যায়। আবহমান বাংলার কৃষ্টি, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরা এবং অসাম্প্রদায়িক মূল্যবোধকে ছড়িয়ে দিতে মাছরাঙা’র নানামাত্রিক আয়োজন মানুষের মন জয় করেছে। বস্তুনিষ্ঠ সংবাদ এবং রুচিশীল অনুষ্ঠান প্রচারের মধ্য দিয়ে আলাদা দর্শকশ্রেণী তৈরি করেছে এই চ্যানেল।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ৮ টায় প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘ফিরে দেখা’। রাত ৯ টায় থাকছে বিশেষ নাটক ‘নেমক’। অয়ন চৌধুরীর রচনা ও এস কে শুভ’র পরিচালনায় এতে অভিনয় করেছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, বড়দা মিঠুসহ আরো অনেকে।

এদিন রাত ১১ টায় বিশেষ সংগীতায়োজন ‘গানের ওপারে’ অনুষ্ঠানে গান পরিবেশন করবেন বেলাল খান। এবার করোনা পরিস্থিতির কারনে চ্যানেল কার্যালয়ে কোন আয়োজন থাকছে না।

মাছরাঙা টেলিভিশন


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর