Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘প্রাণপ্রিয়’তে জি.এম জনের নতুন গান ‘উড়ে যাওয়ার ইচ্ছে’


৩১ জুলাই ২০২০ ১৩:৫৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এই ঈদে সিএমভি’র প্রযোজনায় মিজানুর রহমান আরিয়ানের নাটক ‘প্রাণপ্রিয়’তে আসছে জি.এম জনের নতুন গান ‘উড়ে যাওয়ার ইচ্ছে’। গীতিকার সোমেশ্বর অলি’র লেখায় গানটিতে সংগীতায়োজন করেছেন শাহরিয়ার আলম মার্সেল। ‘প্রাণপ্রিয়’ নাটকটি আসছে ঈদের দিন রাত ৮টা ৩০ মিনিটে দীপ্ত টিভিতে এবং রাত সাড়ে ৯টায় সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

চলমান সময়ের একজন ব্যতিক্রম উদীয়মান সংগীত শিল্পী ও সংগীত পরিচালক জি.এম জন। নিজের সুর করা গান ‘হিমেল হাওয়া’ মাধ্যমে গানের জগতে অভিষিক্ত হন, যেটি অগ্নিবীণা জি সিরিজ থেকে প্রকাশিত হয়। এরপর জন নিজেকে পূর্ণ রুপে গড়ে তুলতে চলে যান চেন্নাই’তে অবস্থিত বিশ্ব বরেণ্য সঙ্গীত পরিচালক এ আর রহমান’র শিক্ষাপ্রতিষ্ঠান ‘কে এম কঞ্জারভেটরি’তে। সেখানে তিনি ওয়েস্টার্ন ভোকাল এবং মিউজিক কম্পোজিশনের উপর পড়াশোনা করেন।

বিজ্ঞাপন

‘প্রাণপ্রিয়’ গানটি সম্পর্কে জি.এম জন বললেন, ‘এটি একটি খুবই মিষ্টি প্রেমের গান, যেটাতে প্রেমের চাওয়া, ব্যাকুলতা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি মাত্র, আশা করি আপনাদের ভালো লাগবে’।

উড়ে যাওয়ার ইচ্ছে জি.এম জন প্রাণপ্রিয় সিএমভি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর