বাবা-মেয়ের গল্পের ‘অক্সিজেন’ প্রশংসিত
৩ আগস্ট ২০২০ ১৫:৫৬
মেয়েদের সঙ্গে বাবার সম্পর্ক গভীর হয়। মেয়েদের জীবনের প্রথম হিরো তার পিতা। সমস্ত আবদার তার কাছে। বাবা-মেয়ের সম্পর্কের গল্প নিয়ে তরুণ নির্মাতা রায়হান রাফি নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য ‘অক্সিজেন’। রবিবার (২ আগস্ট) অনলাইনে প্রকাশ পেয়েছে স্বল্পদৈর্ঘ্যটি।
‘অক্সিজেন’র গল্পে দেখা যায় মাহির বাবা শ্বাস কষ্টে আক্রান্ত। তাকে ভর্তির জন্য মরিয়া হয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে দৌড়াদৌড়ি করছে। কেউ ভর্তি নিচ্ছে না। অক্সিজেনের দরকার, কিন্তু কোন উপায় হচ্ছে না। এমন সময় সুযোগসন্ধানী লোকের খপ্পরেও পড়ে মাহি।
অনলাইনে প্রকাশের পর থেকে স্বল্পদৈর্ঘ্যটিতে মাহিয়া মাহির অভিনয় প্রশংসিত হচ্ছে। নেটিজনরা বলছে, তার ক্যারিয়ারের সবচেয়ে ভালো অভিনয় করেছেন। একদমই ‘ন্যাচারাল অভিনয়’।
‘অক্সিজেন’র বিভিন্ন চরিত্রে মাহি ছাড়াও অভিনয় করেছেন মাসুম বাশার, ফরহাদ লিমন, রাশেদ মাহমুদ অপু প্রমুখ। প্রযোজনা করেছে ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট।