‘ফাগুন হাওয়া’য় তিশা
৮ মার্চ ২০১৮ ১৭:৩৯ | আপডেট: ৫ নভেম্বর ২০১৮ ১৯:৫০
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
গুঞ্জনটা ছিল অনেক দিনের। অনেকে অভিনেত্রীর নামই এসেছে ‘ফাগুন হাওয়া’র নায়িকার সম্ভাব্য তালিকায়। কেটে গেছে ধোঁয়াশা, জানা গেলো তৌকির আহমেদের নতুন সিনেমা ‘ফাগুন হাওয়া’র নায়িকা হয়েছেন নুসরাত ইমরোজ তিশা। নিশ্চিত করেছেন পরিচালক তৌকির আহমেদ নিজেই।
আগেই জানা গিয়েছিলো সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেতা সিয়াম। ছোটপর্দার ব্যস্ত তিশা ও সিয়াম প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করবেন বড় পর্দায়।
এ ব্যাপারে তৌকির আহমেদ বলেন, ‘তিশা ও সিয়াম চুক্তিবদ্ধ হয়েছেন। ছবিতে দীপ্তি চরিত্রে অভিনয় করবেন তিশা। শিগগিরই অন্যান্য তথ্যগুলো জানাবো সবাইকে।’
এরে আগে তৌকির পরিচালিত ‘হালদা’ সিনেমায় অভিনয় করেছেন তিশা। জানা গেছে, ভাষা আন্দোলনের পটভূমি নিয়ে গড়ে উঠেছে ‘ফাগুন হাওয়া’ সিনেমার গল্প। ছবিটি প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম।
সারাবাংলা/পিএ/টিএস