Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনলাইনে দেখা যাচ্ছে ‘মিথ্যে প্রেম’


৫ আগস্ট ২০২০ ১৩:৫৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা অপূর্বের সঙ্গে প্রথমবারের মত জুটি বেঁধেছিলেন ঢাকাই সিনেমার নায়িকা তানহা তাসনিয়া। সোহেল আরমান পরিচালিত ঈদ নাটক ‘মিথ্যে প্রেম’-এ দেখা গেছে তাদের। নাটকটি বাংলাভিশনে প্রচারের পর লাইভ টেক নামক ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে।

‘মিথ্যে প্রেম’র কাহিনি ও চিত্রনাট্য সোহেল আরমানের। ‘মিথ্যে প্রেম’র চিত্রগ্রহণে ছিলেন মাসুম সুমন।

রোমান্টিক কাহিনির নাটকটি নিয়ে তানহা বলেন, ‘অপূর্ব ভাইয়ার সব কাজ আমার খুব পছন্দের। তার সঙ্গে অভিনয় করতে পেরে আনন্দিত। নাটকটি প্রচারের পর অনেকে প্রশংসা করেছেন। অবার অনেকে বলেছেন নানা ব্যস্ততায় তখন নাটকটি দেখতে পারেননি। তারা এখন ইউটিউবের পাশাপাশি সিনেস্পট নামক অ্যাপে দেখতে পাবেন নাটকটি’

বিজ্ঞাপন

নাটকটিতে কাজ করা নিয়ে অপূর্ব বলেন, ‘আরমান ভাইয়ের পরিচালনায় কাজ করতে বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। গল্পটি রোমান্টিক ও থ্রিলার ঘরনার। আমার খুব ভালো লেগেছে। তা ছাড়া তানহার সঙ্গে এটি আমার প্রথম কাজ। দর্শকদের ভালো লাগবে।’

অপুর্ব তানহা তাসনিয়া মিথ্যে প্রেম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর