জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯ সালের জন্য ছবি মনোনয়নের জন্য জুরি বোর্ড গঠন করেছে তথ্য মন্ত্রণালয়। গত ৩ আগস্ট মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তালিকা প্রকাশ করে। জুরি বোর্ডে সরকারের বিভিন্ন পর্যায়ের সচিব, শিল্পী, গীতিকার ও পরিচালকসহ ১৩ জন রয়েছেন।
জুরি বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) জাহানারা পারভিন। সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ নজরুল ইসলাম (যুগ্মসচিব তথ্য মন্ত্রণালয়), নুজাত ইয়াসমিন (ব্যবস্থাপক, এফডিসি), মোহাম্মদ নিজামুল কবির (মহাপরিচালক ফিল্ম আর্কাইভ), হাবিবা রহমান (চেয়ারম্যান, চলচ্চিত্র ও টেলিভিশন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), জসিম উদ্দিন (ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড), অভিনেত্রী সুচরিতা, অভিনেতা রিয়াজ, পরিচালক শাহ আলম কিরণ, সংগীতশিল্পী খুরশীদ আলম, কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন, গীতিকার হাসান মতিউর রহমান ও চিত্রগ্রাহক জেড এইচ মিন্টু।
জানা গেছে, পূর্ণদৈর্ঘ্য, স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্রসহ এবার পুরস্কারের জন্য ৪৩টি ছবি জমা পড়েছে। জুরি বোর্ড ইতোমধ্যে ছবি দেখা শুরু করেছে।