‘আগস্ট ১৯৭৫’ এর জন্য সিনেমা হল খোলার আহ্বান
৭ আগস্ট ২০২০ ১৫:০৮
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারের হত্যা করা হয় ১৯৭৫ সালের ১৫ আগস্ট। ইতিহাসের এ কলঙ্কজনক অধ্যায় নিয়ে গত চার দশকে কোন সিনেমা নির্মিত হয়নি। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে নির্মিত হয়েছে ‘আগস্ট ১৯৭৫’। করোনার কারণে দেশের সকল সিনেমা হল বন্ধ রয়েছে গত পাঁচ মাস ধরে। ছবিটি দেখানোর জন্য সকল বন্ধ হল খুলে দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন এর প্রযোজক ও পরিচালক সেলিম খান।
বৃহস্পতিবার (৬ আগস্ট) এফডিসির জহির রায়হান মিলনায়তনে ছবির টিজার মুক্তি উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। নির্মাতা দেবাশীষ বিশ্বাসের উপস্থাপনায় সম্মেলনটি এ আহ্বান জানান সেলিম খান।
সেলিম খান এ নিয়ে বলেন, ‘সিনেমা হল করোনার কারণে বন্ধ থাকায় জটিলতা দেখা দিয়েছে। অনলাইনে মুক্তির সুযোগ থাকলেও প্রযোজনা প্রতিষ্ঠান চাইছে ছবিটি হলে মুক্তি দিতে। হল খুলে দেওয়ার জন্য শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে অনুরোধ করা হয়েছে। যদি সেটা হয় তাহলে আমরা দ্রুত ছবিটি দর্শকদের দেখাতে পারব।’
জানা গেছে, আগামী ১২ আগস্ট ছবিটির ট্রেলার মুক্তি দেওয়া হবে। আর ১৪ আগস্ট আসবে একটি গানের ভিডিও।
‘আগস্ট ১৯৭৫’ ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, তৌকির আহমেদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, মাসুমা রহমান নাবিলা, ফজলুর রহমান বাবু, তানভীন সুইটি, আনিসুর রহমান মিলন, তাসকিন রহমান ও মাজনুন মিজান।