Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় আক্রান্ত রামেন্দু ও ফেরদৌসী মজুমদার


৭ আগস্ট ২০২০ ১৭:৪৫ | আপডেট: ৭ আগস্ট ২০২০ ২১:৩৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় আক্রান্ত হয়েছেন থিয়েটার ইন্সটিটিউটের (আইটিআই) সাবেক বিশ্ব সভাপতি ও বর্তমান সাম্মানিক সভাপতি নাট্যজন রামেন্দু মজুমদার ও তার স্ত্রী অভিনেত্রী ফেরদৌসী মজুমদার। বর্তমানে তারা নিজ বাসাতেই আইসোলেশনে রয়েছেন।

তাদের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি সারাবাংলা’কে নিশ্চিত করেছেন তাদের জামাতা বিজ্ঞাপনচিত্র নির্মাতা ও নাট্যকর্মী সৈয়দ আপন আহসান। তিনি জানালেন, ‘১৪ জুলাই ফেরদৌসী মজুমদার জ্বরে আক্রান্ত হন। তার মধ্যে করোনা উপসর্গ দেখা দিলে ১৮ জুলাই টেস্ট করা হয়৷ সেখানে রেজাল্ট পজিটিভ আসে। তখন থেকেই তিনি আইসোলেশনে ছিলেন। তার করোনা ধরা পড়ার এক সপ্তাহ পর রামেন্দু মজুমদারের জ্বর অনুভব হয়। তখন তারও টেস্ট করানো হয়। ২৪ জুলাই রামেন্দু মজুমদারেরও পজিটিভ রেজাল্ট আসে।’

বিজ্ঞাপন

সৈয়দ আপন আহসান আরও জানালেন, ‘আসলে সবাই দুশ্চিন্তা করবে, তাই বিষয়টা আমরা কাউকে তখন জানাইনি। তবে শুরু থেকেই তারা চিকিৎসকের পরামর্শ মত স্বাস্থ্যবিধি মেনে বাসাতেই আছেন। আপাতত তারা দুজনেই সুস্থ আছেন। বলা যায় বেশ সাহসের সঙ্গেই এটার মোকাবেলা করছেন। ২৫ দিন পর তাদের দ্বিতীয় পরীক্ষা করানো হবে।’

বাংলাদেশের সংস্কৃতি ও নাট্যাঙ্গনে সম্মানিত ও জনপ্রিয় ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার ও ফেরদৌসী মজুমদার। মঞ্চ, টেলিভিশন এবং চলচ্চিত্রেও অভিনয় করেছেন এই দম্পতি। শিল্পকলায় অবদানের জন্য বাংলাদেশ সরকার রামেন্দু মজুমদারকে একুশে পদক এবং ফেরদৌসী মজুমদারকে একুশে পদক ও স্বাধীনতা পদকে সম্মানিত করেছেন।

আইটিআই ফেরদৌসী মজুমদার রামেন্দু মজুমদার সৈয়দ আপন আহসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর