‘আমি ভালো আছি’, জানালেন সঞ্জয় দত্ত
৯ আগস্ট ২০২০ ১৩:৫৮
শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় হঠাত্ করে অসুস্থ হয়ে পড়েন ‘মুন্না ভাই’খ্যাত বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেওয়ায় হাসপাতালে ভর্তি করা হয় তাকে। মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালের আইসিইউতে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে তাকে। বর্তমানে অনেকটা সুস্থ আছেন তিনি।
ভারতীয় গণমাধ্যম সুত্রে জানা গেছে, আজ (রবিবার) অভিনেতার এক আত্মীয় তার সঙ্গে দেখা করে হাসপাতাল থেকে বেরিয়ে এসে জানিয়েছেন, ‘গুরুতর কোনও সমস্যা নেই সঞ্জুর। চিন্তার কোনও কারণও দেখছি না সেভাবে। তিনি ভাল রয়েছেন। বেশ কয়েকটা রুটিন টেস্ট করানোর রয়েছে, সেগুলি হয়ে গেলেই বাড়ি ফিরে যাবেন তিনি।’
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের শারীরিক পরিস্থিতির কথা জানিয়েছেন সঞ্জয় দত্ত নিজেই। তিনি লিখেছেন, ‘আমি সকলকে জানাতে চাই, আমি ভালো আছি। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছি। আমার কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে। লীলাবতী হাসপাতালের চিকিৎসক, নার্স ও সাস্থ্যকর্মীদের সেবাযত্নে আমি এক দু’দিনেই ভাল হয়ে বাড়ি ফিরব।’ পাশাপাশি সকল শুভাকাঙ্খীকে ধন্যবাদও জ্ঞাপন করেন তিনি।
অন্যদিকে, লকডাউনের সময় থেকেই সঞ্জয় দত্তের স্ত্রী মান্যতা, আর দুই সন্তান শাহারান এবং ইকরা, প্রত্যেকেই দুবাইয়ে রয়েছেন। মার্চ মাসে গিয়ে আটকে পড়েছিলেন। তারপর আর ফিরতে পারেননি। এ অবস্থায় সঞ্জয় দত্তের দুই বোনই পাশে রয়েছেন। তবে দুবাই থেকে ফোন করে স্ত্রী মান্যতা ক্রমাগত খোঁজখবর নিচ্ছেন বলে জানা গিয়েছে।