Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবার শুরু হচ্ছে ‘ফ্যামিলি ক্রাইসিস’


৯ আগস্ট ২০২০ ১৬:২০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাম্প্রতিক সময়ে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ফ্যামিলি ক্রাইসিস’ বেশ জনপ্রিয়তা পেয়েছে। করোনাভাইরাসের কারণে লকডাউন শুরু হলে ধারাবাহিকটির সম্প্রচার বন্ধ করে দেয় এনটিভি কর্তৃপক্ষ। গত ১ এপ্রিল বন্ধ হওয়া পর আবার আগামী ১১ আগস্ট থেকে এর প্রচার শুরু হচ্ছে।

পরিচালক রাজ খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আবারও দর্শকদের সামনে ‘ফ্যামিলি ক্রাইসিস’ নিয়ে আসতে পারছি এটা আনন্দের খবর। নতুন পর্বগুলো আগের চেয়ে আরও সুন্দর ও মজবুত হবে।

নাটকটি প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার  রাত ৯ টা ৪০ মিনিটে প্রচারিত হবে। বন্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত ১০৭ পর্ব প্রচার হয়েছিলো।

বিজ্ঞাপন

‘ফ্যামিলি ক্রাইসিস’র বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শর্মিলী আহমেদ, সোহেল খান, মুনিরা মুঠি, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, রুনা খান, মুকিত জাকারিয়া, শবনম ফারিয়া, সারিকা সাবাহ, শামীম হাসান সরকার, জিয়াউল হক পলাশ, তামিম মৃধা, রাইসা, সৌমিক প্রমুখ।

ফ্যামিলি ক্রাইসিস মুহাম্মদ মোস্তফা কামাল রাজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর