Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিজিটাল প্ল্যাটফর্মে হৃতিক রোশন


৯ আগস্ট ২০২০ ১৭:০১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনেকের মতই এবার ডিজিটাল প্ল্যাটফর্মে নাম লেখাচ্ছেন হৃতিক রোশন। শোনা যাচ্ছে, ইতিমধ্যে ডিজ়নি প্লাস হটস্টারের পক্ষ থেকে হৃতিকের কাছে দু’টি প্রজেক্টের প্রস্তাব গিয়েছে।

বলিউড ইন্ডাস্ট্রির সূত্র দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ডিজ়নি প্লাস হটস্টারের পক্ষ থেকে দুটি সিরিজে অভিনয়ের জন্য হৃতিককে প্রস্তাব দেয়া হয়। এর মধ্যে প্রথমটি বিবিসির ‘দ্য নাইট ম্যানেজার’ (২০১৬) এবং অন্যটি ‘দ্য সিটাডেল’ (১৯৮৩) মিনি সিরিজ়ের দেশজ ভার্সন। হৃতিকের অপ্রতিরোধ্য যৌন আবেদন, তার চেহারা ও সর্বোপরি অভিনয় প্রতিভার জন্য টম হিডলস্টন অভিনীত চরিত্রের (দ্য নাইট ম্যানেজার) জন্য তিনি পারফেক্ট কাস্টিং।

বিজ্ঞাপন

শোনা যাচ্ছে, হৃতিক রোশন ‘দ্য সিটাডেল’র চেয়েও ‘দ্য নাইট ম্যানেজার’ প্রজেক্টটি করতেই বেশি আগ্রহী। অন্য দিকে, এলিজাবেথ ডেবিকির চরিত্রটির জন্য দিশা পাটনি এবং অলিভিয়া কোলম্যানের চরিত্রে টাবুকে প্রস্তাব দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী ডিসেম্বরে এই সিরিজ়ের শুট শুরু হওয়ার কথা।

ডিজনি প্লাস হটস্টার ডিজিটাল প্ল্যাটফর্ম দিশা পাটনি দ্য নাইট ম্যানেজার দ্য সিটাডেল হৃতিক রোশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর