Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাণী কাপুর এবার আয়ুষ্মান’র সাথে


১০ আগস্ট ২০২০ ১১:৩১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার একসাথে কাজ করছেন আয়ুষ্মান খুরানা ও বাণী কাপুর। পরিচালক অভিষেক কাপুরের ছবিতে প্রথম বার একসাথে দেখা যাবে এ দুজনকে।

ছবিতে আয়ুষ্মানের চরিত্রটি একজন অ্যাথলিটের। তবে ছবির নাম এবং বাণীর চরিত্রটি নিয়ে এখনও কিছু জানাচ্ছেন না নির্মাতারা। তবে ছবিতে বাণীকে পেয়ে উচ্ছ্বসিত পরিচালক অভিষেক কাপুর। বললেন, ‘বাণীকে বেফিকরে ছবিতে দেখে আমার খুব ভাল লেগেছিল। বাণীর জন্য যে চরিত্র ভাবা হয়েছে, সেখানে ও একদম যথাযথ’। এই ছবি প্রসঙ্গে বাণী কাপূর বললেন, ‘আয়ুষ্মানের বিপরীতে অভিনয় করব শুনেই আমি রাজি হয়ে গিয়েছিলাম। ওর কাজ দারুণ লাগে।’

আগামী অক্টোবরে উত্তর ভারতের কোনও শহরে শুরু হবে আয়ুষ্মান-বাণীর এই ছবির শুটিং।

বিজ্ঞাপন

অভিষেক কাপুর আয়ুষ্মান খুরানা বাণী কাপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর