কাজী সাজু’র ‘ভালোবাসায় কি ভুল ছিলো’
১১ আগস্ট ২০২০ ২২:০৬
ছোট বেলা থেকেই গানের প্রতি অদম্য টান কাজী সাজু’র। পারিবার থেকেই গানের হাতেখড়ি। তাই বাল্যকালেই গানের ওস্তাদের সরণাপন্ন হন তিনি। একে একে চারজন ওস্তাদের কাছে তালিম নেন। আয়ত্ব করেন গানের বিভিন্ন দিক। এরপর শিল্পকলা একাডেমি থেকেও গান শিখেন। দখলদারিত্ব আছে প্রায় দেশীয় সব বাদ্যযন্ত্রেই। নিয়ম করেই গানের চর্চা চালিয়ে যান তিনি। দীর্ঘদিনের সঙ্গীত সাধনা এবার সার্থক হচ্ছে সাজু’র। প্রকাশ পেতে যাচ্ছে তার প্রথম মৌলিক গান ‘ভালোবাসায় কি ভুল ছিলো’।
নিজের কথা, সুর আর তরিক এর সঙ্গীতায়োজনে এই গান কণ্ঠে তুলেছেন সাজু। আল মাসুদ নির্মাণ করেছেন গানটির ভিডিও। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন।
উচ্ছ্বসিত কাজী সাজু গনটি প্রসঙ্গে বলেন, ‘আমার জীবনের স্বপ্ন পূরণ হচ্ছে এই গান প্রকাশের মাধ্যমে। সেই স্বপ্নের দুয়ার খুলে দিয়েছে ধ্রুব মিউজিক স্টেশন। কৃতজ্ঞতা ধ্রুব গুহ দাদার প্রতি। সব শ্রেনীর শ্রোতার কথা চিন্তা করেই গীতিকবিতাটি লিখেছি ও সুর করেছি । সঙ্গীতায়োজনটি শ্রোতাদের প্রশান্তি দিবে। গানটির ভিডিওটিও ভালো লাগবে সবার।
আগামী ১৩ আগস্ট (বৃহস্পতিবার) ইউটিউবে অবমুক্ত করা হবে ‘ভালোবাসায় কি ভুল ছিলো’ গানটির ভিডিও।