Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাম বদলে গেলো এবিএম সুমনের!


১২ আগস্ট ২০২০ ১৫:৩৮ | আপডেট: ১২ আগস্ট ২০২০ ১৫:৪১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তরুণ প্রজন্মের নায়ক এবিএম সুমন সম্প্রতি মধুর এক বিড়াম্বনায় পড়েছেন। ফেসবুক কর্তৃপক্ষ তার আইডির নাম পরিবর্তন করে দিয়েছে। নতুন নাম ‘এবিএম আজফার উজ্জামান’। কেনো এই পরিবর্তন?

সুমন সারাবাংলাকে বলেন, ‘কে বা কারা আমার ফেসবুক আইডিতে রিপোর্ট করেছে। তাই ফেসবুক আমাকে কিছু দিন আগে একটা মেসেজ দেয়— এটা যে তোমার আইডি তা প্রমাণ করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র দাও। তারা আমাকে দুসপ্তাহ সময় দিয়েছিলো। আমি ওই সময় খুব একটা গুরুত্ব দিই না। একটা সময়ে তা ভুলেও গিয়েছিলাম। কিন্তু হুট করে দু-একদিন আগে তারা আমার আইডি অটো লগআউট করে দেয়।’

‘এরপর তারা আবার আমার কাছে কাগজপত্র চায় এবং বলে প্রমাণ না দিলে আর আইডিতে লগইন করতে পারবো না। এরপর তাদেরকে কাগজপত্র দিই, তারা আমার পাসপোর্ট অনুযায়ী নাম পরিবর্তন করে দিয়েছে।’

বিজ্ঞাপন

সুমন জানান, বর্তমান নামটি তার সার্টিফিকেট নাম। মূল নামের এবিএম এবং ডাক নাম সুমন মিলিয়ে তিনি এবিএম সুমন নামে সর্বত্র পরিচিত। কিন্তু ফেসবুক তাকে বলেছে, তার দেওয়া কাগজপত্র অনুযায়ী আইডির নাম ব্যবহার করতে হবে। কোন পরিবর্তন করা যাবে না।

এবিএম সুমন চুক্তিবদ্ধ হয়ে আছেন ‘মাসুদ রানা’ ও ‘হৃদিতা’ ছবি দুটি। করোনাভাইরাসের প্রকোপ কমলেই ছবিগুলোর শুটিং শুরু হবে।

এবিএম সুমন ফেসবুক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর