‘গুঞ্জন সাক্সেনা’ নিয়ে ভারতীয় বিমানবাহিনীর আপত্তি
১৪ আগস্ট ২০২০ ১৫:১১
বলিউডের ছবি মুক্তি পাবে আর তা নিয়ে বিতর্ক হবে না, তা কী করে হয়। ‘গুঞ্জন সাক্সেনাঃ দ্য কারগিল গার্ল’ নিয়ে শুরু থেকে নানা তর্ক-বিতর্ক। সে বিতর্কে যুক্ত হয়েছে ভারতীয় বিমানবাহিনী (আইএএফ)। ছবিটি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে।
আনন্দবাজার পত্রিকা বলছে, আইএএফ তাদের আপত্তির কথা জানিয়ে ভারতীয় ফিল্ম সেন্সর বোর্ডে চিঠি দিয়েছে। তাদের দাবি ছবিতে বিমানবাহিনীকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে। চিঠির কপি গিয়েছে নেটফ্লিক্স ও প্রযোজনা প্রতিষ্ঠান ধর্মা প্রোডাকশনে।
এক বিবৃতিতে বিমানবাহিনী বলছে, আইএএফকে সম্পূর্ণ সত্যতার সঙ্গে তুলে ধরা হবে বলে কথা দিয়েছিলো ধর্মা প্রোডাকশনস। তারা বলেছিলো, ছবিটি দেখে পরবর্তীতে আইএএফ অফিসাররা উদ্বুদ্ধ হবেন। কিন্তু ছবিতে গুঞ্জন সাক্সেনার চরিত্রকে বড় করে দেখাতে গিয়ে বাহিনীতে কিছু বৈষম্যের কথা বলা হয়েছে যা আদৌ সত্য নয়।
‘গুঞ্জন সাক্সেনা: দ্য কারগিল গার্ল’ পরিচালনা করেছেন শরণ শর্মা। অভিনয় করেছেন জাহ্নবী কাপুর, পঙ্কজ ত্রিপাঠি, অঙ্গদ বেদি, বিনীত কুমার। এতে একজন নারী পাইলটের ভূমিকায় দেখা গিয়েছে জাহ্নবীকে।