Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিশা ছাড় পাচ্ছেন, জায়েদ পাচ্ছেন না!


১৫ আগস্ট ২০২০ ১৭:৪৪

কয়েক মাস ধরে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮টি সংগঠন থেকে ‘বয়কট’ হয়েছেন মিশা সওদাগর। প্রথমে নানাভাবে এর বিরুদ্ধে কথা বলেও নিরবে প্রযোজক সমিতিকে চিঠি দিয়েছেন মিশা। যার ফলে শনিবার (১৫ আগস্ট) এফডিসিতে জাতীয় শোক দিবসের আয়োজনের মঞ্চে হুট করে এসে হাজির হন মিশা সওদাগর। জানা গেছে, মিশা সওদাগরের বয়কট তুলে নিতে যাচ্ছে চলচ্চিত্রের সংগঠনগুলো কিন্তু জায়েদের ব্যাপারে এখনও তাদের কঠোর অবস্থান।

এ নিয়ে প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু বলেন, ‘আমরা তো জাতি হিসেবে দয়ালু। শক্রুও যখন আমাদের দুয়ারে এসে কড়া নাড়ে আমরা তাকে ফিরিয়ে দিই না। মিশা সওদাগর তিন দিন আগে আমাদের কাছে চিঠি দিয়েছেন। তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং চলচ্চিত্র সংগঠনগুলোর নীতিমালা বিনা শর্তে মেনে নিয়ে কাজ করবেন বলে জানিয়েছেন। আমরা তার চিঠি নিয়ে খুব শিগগিরই বসবো সাংগঠনিকভাবে।’

বিজ্ঞাপন

তিনি জানান, মিশার ব্যাপারে নমনীয় হলেও জায়েদ খানকে ছাড় দেওয়া হবে না। কিন্তু তিনিও যদি দুঃখ প্রকাশ করে চিঠি দেন? জবাবে খসরু বলেন, ‘তার ব্যাপারটি আলাদা। তবে সে চিঠি দিলে তা নিয়েও আমরা বসবো।’

মিশা সওদাগর বলেন, ‘চলচ্চিত্রের সবাই আমার ভাই কিংবা বোন। অনেকের কাছে আমি ছেলের মতো। বঙ্গবন্ধুর হাতে গড়া এফডিসিতে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই। এখানে ভুল বুঝাবুঝি হবে। আবার সে ভুল শুধরে আমরা সামনে এগিয়ে যাবো।’

জায়েদ খা্‌ বয়কট মিশা সওদাগর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর