বঙ্গবন্ধুকে নিয়ে লিয়াকত আলী লাকী ও এস আই টুটুল’র গানচিত্র ‘পিতা’
১৬ আগস্ট ২০২০ ১৯:০৫
১৯৭৫ সালের ১৫ আগস্ট- এই দিন খুব ভোরে একদল ঘাতক, যারা ছিল আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধী এবং বাংলাদেশের শত্রু রাষ্ট্রের চর, তারা নির্মম ভাবে জাতির পিতাকে স্বপরিবারে হত্যা করেছিল। তারা সেদিন হত্যা করে ছিল শতাব্দির মহানায়ক, সারা বিশ্বের নির্যাতিত ও নিপীড়িত মানুষের কন্ঠস্বর, বাঙ্গালীর মুক্তির দূত এবং বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
গভীর বেদনা ও মর্ম যাতনা নিয়ে এই দিনটি বাঙালির জাতীয় শোক দিবস। গতকাল (শনিবার) জাতি শোকাতুর হৃদয়ে শ্রদ্ধাভরে জনককে স্মরণ করেছে। আর বিশেষ দিনটিকে নিয়ে গান লিখেছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। জনপ্রিয় সংগীতশিল্পী এস আই টুটুল’র সুর ও কণ্ঠে এই গানটির শিরোনাম ‘পিতা’।
নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়, মুজিববর্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে প্রকাশিত হয়েছে ‘পিতা’ শিরোনামের এই গানচিত্রটি- যা এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও বিভিন্ন টেলিভিশনের পর্দায় প্রচারিত হচ্ছে। বঙ্গবন্ধুকে উৎসর্গকৃত গানটির ভিডিও নির্দেশনা দিয়েছেন সম্রাট আজাদ।
১৫ আগস্ট এস আই টুটুল গানচিত্র ‘পিতা’ জাতীয় শোক দিবস পিতা লিয়াকত আলী লাকী