Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধুকে নিয়ে ‘৫৭০’ এ তিন যুগের তিন নায়ক


১৭ আগস্ট ২০২০ ১৬:০৬

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে আশরাফ শিশির ‘৫৭০’ নামে ছবি নির্মাণ করতে যাচ্ছেন। ২০১৮ সালে ঘোষণা দেওয়া ছবিটির শুটিং আগামী মাস থেকে শুরু করতে চান শিশির। এর প্রধান চরিত্রে অভিনয় বাংলাদেশের চলচ্চিত্রের তিন যুগের তিন প্রধান নায়ক।

২০১৮ সালে ঘোষণা দিয়ে নির্মাণ শুরু করতে এত দেরিতে কেনো? আশরাফ শিশির সারাবাংলাকে বলেন, ‘আমার ছবি বঙ্গবন্ধুকে নিয়ে হলেও এটি তার বায়োপিক না। এর গল্প তাঁর মৃত্যুর পরের।’

শিশির বলেন, ‘আমি ভেবেছিলাম বঙ্গবন্ধুকে যেহেতু সরাসরি ছবিতে দেখাচ্ছি না, তাই হয়তো অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। পরবর্তীতে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট থেকে প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছে।’

‘প্রয়োজনীয় কপিরাইট করানো হয়েছে। এছাড়া আমার গল্পে যেহেতু বঙ্গবন্ধুর লাশ বহনকারী পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের দেখানো হবে তাই তাদের সে সময়ের পোশাক, পদ, পদবী সব ঠিক রাখতে হয়েছে। ওই সেনাবাহিনীতে সুবেদার,  হাবিলদার পদ ছিলো, যা এখন নেই। এরকম ছোট ছোট কিন্তু গুররুত্বপূর্ণ জিনিস দুই বাহিনীর অবজারবেশনের জন্য পাঠানো হয়েছিলো’— বলেন শিশির।

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু যেহেতু আমাদের জাতীয় সম্পদ। তাই কোনভাবেই যেনো ইতিহাসের সত্যতার কোন বিকৃতি না ঘটে তা নিয়ে কাজ করতে হয়েছে। সবমিলিয়ে একটু সময় লেগেই গেলো।’

ছবির প্রধান চরিত্রে কারা অভিনয় করবেন? শিশির বলেন, ‘আমাদের ছবির প্রধান চরিত্রে বাংলাদেশের তিন যুগের তিনজন সেরা নায়ক অভিনয় করবেন। আমরা আগামী মাসে মহরত করে আনুষ্ঠানিকভাবে সবার নাম জানাবো।’

আগামী সেপ্টেম্বর মাস থেকে ‘৫৭০’ ছবির নির্মাণ কাজ শুরু হবে।

৫৭০ তিন নায়ক বঙ্গবন্ধু


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর