Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্বিতীয় বিয়ে করলেন শখ


১৭ আগস্ট ২০২০ ১৮:৪৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জনপ্রিয় অভিনেত্রী আনিকা কবির শখ আবার বিয়ে করেছেন। তার স্বামী ব্যবসায়ী রহমান জন। গত ১২ মে তারা দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

রহমান জনের বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায়। রহমান জন পেশায় ব্যববসায়ী হলেও এক সময় মডেলিং করতেন। পরবর্তীতে তিনি ব্যবসায় মনযোগী হন।

জানা গেছে, শখ বর্তমানে গাজীপুরে শ্বশুরবাড়িতেই রয়েছেন। কিছুদিনের মধ্যে তারা দুজন রাজধানীর উত্তরায় আসবেন। ওখানেই তারা থাকবেন।

শখের প্রথম বিয়ে হয়েছিলো অভিনেতা নিলয় আলমগীরের সঙ্গে। একসঙ্গে মডেলিং, অভিনয় করতে গিয়ে পরিচয় হয়েছিলো শখ ও নিলয়। দীর্ঘদিন প্রেম, বিচ্ছেদ আবার মিলনের পর তারা দুজন ২০১৬ সালের ৭ জানুয়ারি পারিবারিকভাবে বিয়ে করেন। কিন্তু সংসার জীবনের বছর দেড়েক থেকেই তারা দুজন আলাদা থাকা শুরু করেন।

বিজ্ঞাপন

আনিকা কবির শখ দ্বিতীয় বিয়ে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর