Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিষিদ্ধ করা হোক ‘গুঞ্জন সাক্সেনা’র প্রদর্শনী, দাবী মহিলা কমিশনের


১৭ আগস্ট ২০২০ ২০:০৩

‘গুঞ্জন সাক্সেনা: দ্য কারগিল গার্ল’- ডিজিটাল প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে রিলিজের ২৪ ঘন্টার মধ্যেই বায়োপিকের চিত্রনাট্য নিয়ে আপত্তি জানিয়েছিল ভারতীয় বিমানবাহিনী (আইএএফ)। এবার এই ছবির প্রদর্শনী নিষিদ্ধ করার দাবী জানালেন জাতীয় মহিলা কমিশন।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ছবির কাহিনিতে সেনাবাহিনীর মহিলা অফিসার হওয়ার দরুণ যে লিঙ্গ বৈষম্যের বিষয়টি তুলে ধরা হয়েছে তা ভিত্তিহীন বলে অভিযোগ করেছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। তিনি বললেন, ‘সমাজের কাছেও ভুল বার্তা যাচ্ছে এভাবে। ফলে অবিলম্বে এই ছবিটি দেখানো বন্ধ করা উচিত।’ এই ছবির বিষয়বস্তু নিয়েই একেবারেই সহমত নন রেখা শর্মা। একটি টুইটে তিনি লিখেছেন, ‘আসল গুঞ্জন সাক্সেনার সামনে এসে বলা উচিত, ছবিতে সেনাবাহিনীর মধ্যে যে ধরনের লিঙ্গবৈষম্যের কথা বলা হয়েছে তার বাস্তবতা আদৌ আছে কি না! সেনা অফিসাররা গুন্ডাদের মতো আচরণ করছেন, এমনটা তো আমি ভাবতেই পারি না। ভারতীয় সেনায় মহিলারা সবসময় মর্যাদা পেয়ে এসেছেন।’

বিজ্ঞাপন

এদিকে যার জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে এই ছবি, সেই সত্যিকার গুঞ্জন সাক্সেনা এই ছবির বেশ প্রশংসা করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘আমার স্বপ্ন সফলের কথা আজ একটি ছবির বিষয়বস্তু হয়ে উঠেছে, আমি গর্বিত দেশবাসীকে সেবা করতে পেরে। আমি চাই এই ছবি সঠিক বার্তা দিক এবং সকলকে অনুপ্রাণিত করুক।’

‘গুঞ্জন সাক্সেনা: দ্য কারগিল গার্ল’ ছবির প্রযোজনা সংস্থা করণ জোহর ‘ধর্মা প্রোডাকশন’কে ‘জাতির নামে একটা কলঙ্ক’ অভিহিত করে ইন্ডিয়ান এয়ার ফোর্সের প্রাক্তন ডেপুটি কমান্ডার অশোক ছিব্বর বললেন, ‘এই ছবিতে একাধিক অসত্য তথ্য রয়েছে। একজন ডেপুটি কমান্ডার হিসেবে কোনও দিন লিঙ্গবৈষম্য না করে আমি অনেককে প্রশিক্ষণ দিয়েছি। ধর্মা প্রোডাকশন জাতির নামে একটা কলঙ্ক।’

বিজ্ঞাপন

‘গুঞ্জন সাক্সেনা: দ্য কারগিল গার্ল’ পরিচালনা করেছেন শরণ শর্মা। অভিনয় করেছেন জাহ্নবী কাপুর, পঙ্কজ ত্রিপাঠি, অঙ্গদ বেদি, বিনীত কুমার। এতে একজন নারী পাইলটের ভূমিকায় দেখা গিয়েছে শ্রীদেবী ও বনি কাপুরের কন্যা জাহ্নবী কাপুরকে।

মুক্তির পর থেকেই বিতর্কের শিরোনামে এই ছবি। রিলিজের ২৪ ঘন্টার মধ্যেই বায়োপিকের চিত্রনাট্য নিয়ে আপত্তি জানিয়েছিল ভারতীয় বিমানবাহিনী (আইএএফ)। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে করণ জোহর প্রযোজিত এই ছবিতে ইন্ডিয়ান এয়ার ফোর্সকে ভুলভাবে তুলে ধরার অভিযোগ তুলে চিঠি পাঠানো হয়েছিল সেন্টার বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের কাছে। এবার জাতীয় মহিলা কমিশনের পক্ষ থেকে দাবী উঠল ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কারগিল গার্ল’ বায়োপিকের প্রদর্শনী নিষিদ্ধ করার জন্যে।

গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল জাতীয় মহিলা কমিশন জাহ্নবী কাপুর ধর্মা প্রোডাকশন নেটফ্লিক্স ভারতীয় বিমানবাহিনী (আইএএফ)

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর