‘রূপকথা মেঘবালিকা’
১৯ আগস্ট ২০২০ ১৩:০২
মফস্বল শহরের রেলস্টেশনে স্টেশন মাস্টার হিসেবে দায়িত্ব নিয়ে আসে তরুণ রাশেদ। স্টেশনকেন্দ্রিক নদী আর সবুজে রাশেদের সঙ্গে পরিচয় হয় রূপকথার রহস্যময়ী পরী চরিত্র নওরির। এরপর থেকে নওরি ছায়ার মত রাশেদের চারপাশে জাপটে থাকে, একটা ঘোরের মধ্যে থাকে রাশেদ।
অন্যদিকে বাবার কাছে এই তরুণের গল্প শুনতে শুনতে গোপনে গোপনে রাশেদের প্রেমে পড়ে যায় স্টেশন টিকিট মাস্টরের মেয়ে মুনিয়া। প্রায়ই নানা অজুহাতে রাশেদের সঙ্গে দেখা করতে চলে আসে মুনিয়া।
এরপর কোনো এক পূর্নিমায় কামিনী ফুলের ঘ্রাণে রাশেদের মুখোমুখি হয় মুনিয়া। সে রাশেদের মেঘবালিকা হতে চায়। ধীরে ধীরে সেখানে আরও একজনের উপস্থিতি টের পায় রাশেদ।
এমনই একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘রূপকথা মেঘবালিকা’। সেতু আরিফের রচনায় ও সাখাওয়াৎ মানিক’র পরিচালনায় এই টেলিফিল্মে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, এফ এস নাইম, বাকার বকুল, তারিন রহমানও কিসলু।
এনটিভিতে শুক্রবার (২১ আগস্ট) দুপুর ২.৩৫ মিনিটে প্রচারিত হবে এই টেলিফিল্ম ‘রূপকথা মেঘবালিকা’।
এনটিভি এফ এস নাইম জাকিয়া বারী মম টেলিফিল্ম বাকার বকুল রূপকথা মেঘবালিকা সাখাওয়াৎ মানিক সেতু আরিফ