Saturday 19 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুরন্ত টিভিতে তিনটি নতুন হলিউড ব্লকবাস্টার সিনেমা


১৯ আগস্ট ২০২০ ১৪:২৭

দ্য লিটল রাসকেলস সেভ দ্য ডে

তিনটি হলিউড ব্লকবাস্টার সিনেমার প্রিমিয়ার হচ্ছে জনপ্রিয় শিশুতোষ চ্যানেল দুরন্ত টিভিতে। ‘ক্যাসপার’স হন্টেড ক্রিসমাস’, ‘অটো ইজ এ রাইনো’ এবং ‘দ্য লিটল রাসকেলস সেভ দ্য ডে’- এই হলিউড ব্লকবাস্টার সিনেমাগুলো বাংলায় ভাষান্তরিত করে প্রচার করা হবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে দুরন্ত টিভি কতৃপক্ষ।

ক্যাসপার’স হন্টেড ক্রিসমাস

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ১০টায় প্রচারিত হবে ‘ক্যাসপার’স হন্টেড ক্রিসমাস’। শুক্রবার (২১ আগস্ট) রাত ১০টায় ‘অটো ইজ এ রাইনো’ এবং শনিবার (২২ আগস্ট) রাত ১০টায় প্রচারিত হবে ‘দ্য লিটল রাসকেলস সেভ দ্য ডে’ ছবিটি।

অটো ইজ এ রাইনো

জনপ্রিয় এই সিনেমাগুলো দর্শক এবার উপভোগ করতে পারবে বাংলায়। উল্লেখ্য, প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার নতুন সিনেমা সম্প্রচার করে আসছে দুরন্ত টিভি।

অটো ইজ এ রাইনো ক্যাসপার’স হন্টেড ক্রিসমাস দুরন্ত টিভি দ্য লিটল রাসকেলস সেভ দ্য ডে হলিউড ব্লকবাস্টার সিনেমা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর