সঙ্গীতশিল্পী এসআই টুটুল করোনাক্রান্ত
২১ আগস্ট ২০২০ ১৬:৩৭
জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী সঙ্গীতশিল্পী এসআই টুটুল করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে তিনি নিজের ভেরিফাইড ফেসবুকে পেইজে খবরটি জানিয়েছেন।
তিনি ফেসবুকে লেখেন, ‘আমি করোনা টেস্ট করিয়েছি এবং টেস্টের রেজাল্ট পজেটিভ এসেছে। এখন বাসার একটা রুমে আইসোলেশনে আছি।’
এসআই টুটুল সবার কাছে দোয়া চেয়েছেন। সবাই যেন নামাজ পড়ে তার জন্য দোয়া করে এবং তার ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে।
টুটুল এলআরবি থেকে বের হয়ে ‘ফেস টু ফেস’ নামে একটি ব্যান্ড দল গঠন করেন। ২০০৫ সালে। পরে সেটি ‘ধ্রুবতারা’ নামে পরিবর্তিত হয়।
এই ব্যান্ড নিয়ে ২০০৮ সালে প্রকাশ করেন ‘দুঃখপোকা’ অ্যালবাম। এরপর লম্বা বিরতি। দেশ বিদেশে স্টেজ শো, চলচ্চিত্র আর অডিওতে সংগীত পরিচালনা করেছেন। দীর্ঘ বিরতির পর কিছুদিন আগে টুটুল তার নতুন গান ‘মেঘ বিবাগী হলে’ নিয়ে আসেন। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন।
টুটুল অনেক দিন যাবত চলচ্চিত্রে গানে কণ্ঠ দিচ্ছেন। তিনি ‘দারুচিনি দ্বীপ’, ‘ভালোবাসলেই ঘর বাধা যায় না’, ‘বাপজানের বায়োস্কোপ’ ছবিগুলোর জন্য সেরা সঙ্গীত পরিচালক, সেরা সুরকার ও সেরা সঙ্গীতশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।