Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এলো ‘ঢাকা ড্রিম’র প্রথম পোস্টার


২২ আগস্ট ২০২০ ২২:২২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সুতপার ঠিকানা’খ্যাত পরিচালক প্রসূন রহমান পরিচালনা করেছেন ‘ঢাকা ড্রিম’। শনিবার (২২ আগস্ট) ছবিটির প্রথম পোস্টার প্রকাশিত হয়েছে।

ছাই রঙের উপর টকটকে লাল রঙের ‘চেক ইন’ সাইন, এর এক পাশে ঢাকার ম্যাপ। চেক ইন সাইনের মধ্যে ছবির অভিনয়শিল্পীদের ছবি। সবার সামনে ফজলুর রহমান বাবু। নিচে টকটকে লাল রঙে ছবির নাম লেখা। ডিজাইনটি করেছেন কামরুল হাসান সুজন।

‘ঢাকা ড্রিম’র গল্পে রয়েছে যৌনকর্মী, ছাত্র, স্বল্পশিক্ষিত বেকার, অন্ধ ভিক্ষুক,  স্বামী পরিত্যক্তা নারী, খুনি, রিকশাচালক, নরসুন্দর, রিয়েলিটি শোর প্রতিযোগী এবং নদীভাঙনে গৃহহারা পরিবারের ছায়া। যারা প্রত্যেকেই দেখছে গ্রাম থেকে জাদুর শহর ঢাকায় আসার স্বপ্ন- যার যার অবস্থান থেকে।

বিজ্ঞাপন

ছবিটিতে আয়নাল ফকির নামের রহস্যময় এক অন্ধ ভিক্ষুকের চরিত্রে অভিনয় করছেন ফজলুর রহমান বাবু। এ ছাড়া জীবিকার সন্ধানে এবং নানামুখী স্বপ্ন পূরণে ঢাকায় আসার জন্য পথে নামা আরও কয়েকজন প্রান্তিক মানুষের চরিত্রে অভিনয় করছেন নওশাবা, শাহাদাত হোসেন, মুনিরা মিঠু, শাহরিয়ার সজীব, ইকবাল হোসেন, ফজলুল হক, জয়নাল জ্যাক, মনোজ প্রামাণিক, আবদুল্লাহ রানা, হিন্দোল রায়, অশোক ব্যাপারী, জয়িতা মহলানবিশ, কাজী শিলা, শারমিন আঁখি, খোরশেদ আলম, হামিদুর রহমান, স্পর্শা, জামাল রাজাসহ আরও অনেকে।

ঢাকা ড্রিম প্রথম পোস্টার প্রসূন রহমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর