Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাব্বি ও রুমার ‘পরান আমার পোড়ে’


২৩ আগস্ট ২০২০ ১৩:২৫

সম্প্রতি প্রকাশ পেল জনপ্রিয় সংগীতশিল্পী কামরুজ্জামান রাব্বি ও এ সময়ের প্রতিভাময়ী কণ্ঠশিল্পী রুমার গাওয়া নতুন গান ‘পরান আমার পোড়ে’। লিপি রানী মন্ডলের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন লিটন দাস।

রাব্বি ও রুমার দ্বৈতকন্ঠে নতুন এই গানটি শ্রোতা মহলে বেশ সাড়া ফেলেছে। এতে আনন্দিত প্রজন্মের সম্ভাবনাময় শিল্পী রুমা। বললেন, ‘গানটির কথা চমৎকার। সুরও বেশ মায়াময়। কথার সাথে দারুণ সামঞ্জস্য ঘটেছে। আমি চেষ্টা করেছি ভালো গাইতে। এখন পর্যন্ত যারা গানটি শুনেছে তাদের মধ্যে পরিচিতজনরা চমৎকার অনুভূতির সাথে উৎসাহ জুগিয়েছেন। এমনকি ফেসবুকেও অনেকেই তাদের ভালো লাগার কথা জানিয়েছেন। যারা শুনেননি- তাদেরকে শুনতে অনুরোধ করবো। আশা করি সবার ভালো লাগবে আমার এবং রাব্বির এই নতুন গানটি।’

বিজ্ঞাপন

‘পরান আমার পোড়ে’ গানটি প্রকাশিত হয়েছে কণ্ঠশিল্পী রুমার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘রুমা মিউজিক ট্রাভেলস’-এ।

কণ্ঠশিল্পী রুমা কামরুজ্জামান রাব্বি পরান আমার পোড়ে রুমা মিউজিক ট্রাভেলস

বিজ্ঞাপন

এবারের আইপিএলই ধোনির শেষ?
৭ এপ্রিল ২০২৫ ০৯:৪৫

আরো

সম্পর্কিত খবর