সিনেমা হলেই মুক্তি পাচ্ছে অক্ষয়ের ‘সূর্যবংশী’ ও রনবীরের ‘৮৩’
২৩ আগস্ট ২০২০ ১৪:১৫
করোনা পরিস্থিতির কারনে নতুন সিনেমা গুলির অধিকাংশই ডিজিটাল প্ল্যাটফর্মেই মুক্তি দিচ্ছে একাধিক প্রযোজনা সংস্থা। এরই মধ্যে ডিজিটাল প্ল্যাটফর্মেই মুক্তি পেয়েছে ‘গুলাবো সিতাবো’, ‘শকুন্তলা দেবী’, ‘গুঞ্জন সাক্সেনা-দ্য কারগিল গার্ল’-এর মতো বড় প্রযোজনা সংস্থাগুলির সিনেমা। তাই সিনেমাপ্রেমীরা আশা করেছিলেন ডিজিটাল প্ল্যাটফর্মেই মুক্তি পাবে অক্ষয় কুমারের ‘সূর্যবংশী’ ও রনবীর সিঙয়ের ‘৮৩’ ছবি দুটি। বেশ কিছুদিন ধরেই এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় জানতে চাচ্ছিলেন চলচ্চিত্র অনুরাগীরা। আজ (রোববার) সেই প্রশ্নের উত্তর দিল দুই ছবির প্রযোজনা সংস্থা রিলায়েন্স এন্টারটেনমেন্ট।
সোশ্যাল মিডিয়ায় দেয়া এক পোস্টে রিলায়েন্স এন্টারটেনমেন্টের পক্ষ থেকে জানান হয়, ‘সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতির উন্নতি হবে এবং তা প্রেক্ষাগৃহ খোলার উপযুক্ত বলেই আমাদের বিশ্বাস। দিওয়ালিতে ‘সূর্যবংশী’ এবং বড়দিনে ‘83’ মুক্তি পাবে।’
২০১৯-এর ৭ অক্টোবর রণবীর সিং, দীপিকা পাড়ুকোন অভিনীত ‘83’র শুটিং শেষ হয়। ১০ এপ্রিল প্রেক্ষাগৃহে ছবিটির মুক্তি পাওয়ার কথা ছিল। করোনা পরিস্থিতির জন্য তা সম্ভব হয়নি। অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফ অভিনীত ‘সূর্যবংশী’র শুটিং শেষ হয় ২০১৯-এর নভেম্বরে। মার্চ মাসে ছবিটির মুক্তি পাওয়ার কথা ছিল।
ভারতীয় গণমাধ্যম সুত্রে জানা যায়, ভারতে আনলকের চতুর্থ পর্যায়ে শর্তসাপেক্ষে সিনেমা হলগুলি খুলতে পারে। জুলাই মাসের শেষের দিকেই শোনা গিয়েছিল যে, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে আগস্টেই সিনেমা হল খোলার আবেদন জানানো হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে। কিন্তু বাস্তবে তা কার্যকর হয়নি! আর সেই জন্যই ভারতে এবার জিম, রেস্তরাঁ, শপিং মলের পর ‘আনলক ৪’-এ সামাজিক দূরত্ব বিধি মেনে সিঙ্গল স্ক্রিন সিনেমা হলগুলোও খোলার কথাই চিন্তা-ভাবনা করা হচ্ছে।
৮৩ অক্ষয় কুমার বলিউড সিনেমা রনবীর সিং রিলায়েন্স এন্টারটেনমেন্ট সূর্যবংশী