এফডিসির ‘নজরুল ভাস্কর্য’ ভেঙে গেছে
২৩ আগস্ট ২০২০ ১৫:১০
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) অবস্থিত নজরুল ভাস্কর্যটির ডান হাতটি ভেঙ্গে গেছে। ‘বিএফডিসি ভবন’ নির্মাণ কাজের জন্য ৩ ও ৪ নম্বর শুটিং ফ্লোর এবং এর আশপাশের স্থাপনা ভাঙ্গা হচ্ছে। ভাস্কর্যটি ফ্লোর দুটির মাঝে অবস্থিত ছিলো। ধারণা করা হচ্ছে, ফ্লোরগুলো ভাঙ্গার সময় ভাস্কর্যটি ক্ষতিগ্রস্থ হয়েছে।
এ নিয়ে ‘বিএফডিসি ভবন’ নির্মাণ প্রকল্পের উপ-পরিচালক কে এম আইয়ুব আলী সারাবাংলাকে বলেন, ‘এটি আমাদের নজরেও এসেছে। জাতীয় কবির ভাস্কর্যটির যতটুকু অংশ ভেঙ্গে গেছে তা ঠিক করে দিতে হবে ফ্লোর ভাঙ্গার দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারী প্রতিষ্ঠানকে। আমরা ইতোমধ্যে তাদেরকে তা জানিয়েছি।’
১৯৮৭ সালে এফডিসি ‘নজরুল ভাস্কর্য’টি স্থাপন করা হয়। মূল ফটক দিয়ে ঢুকতেই ৩ ও ৪ নম্বর মাঝে ভাস্কর্যটি চোখে পড়ত। এটি নির্মাণ করেন ভাস্কর শামীম শিকদার। বহুদিন যাবত এটি অযত্নে অবহেলায় পড়েছিলো। ৩ ও ৪ নম্বর ফ্লোর ভাঙ্গার কাজ চলায় এটিকে ৮ নম্বর ফ্লোরের কাছে নিয়ে রাখা হয়।
এদিকে এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন পরিচালকরা। গাজী মাহবুব বলেন, ‘অবহেলা নাকি অসতর্কতায় এমনটি হয়েছে? যারা পূর্বের জায়গা থেকে অন্যত্র স্থানান্তরিত করেছেন তারা কি পারতোনা নজরুল ভক্তদের মনে যাতে আঘাত না লাগে, একটু আদরে, একটু ভালোবাসায় , একটু সম্মানে, একটু সাবধানে স্থানান্তরিত করতে। আমরা কি ধরে নিতে পারিনা আমাদের প্রাণের কবির প্রতি এটি অবহেলা, দায়িত্বহীনতা, অবমাননা।’
মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘নজরুল আমাদের জাতীয় প্রতীক। ওনার ভাস্কর্য ক্ষতিগ্রস্থ হওয়ার ব্যাপারটি বেশ কষ্টদায়ক। ভবন ভাঙ্গার দায়িত্বপ্রাপ্তদের এ ব্যাপারে সতর্ক হওয়া উচিত ছিলো।’