Sunday 14 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জিনের বাদশা’ এবার ‘আল্লারাখা’


২৪ আগস্ট ২০২০ ১৪:১৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় কাজী নজরুল ইসলামের লেখা ছোট গল্পগুলো বহুত পঠিত। এর অন্যতম ‘জিনের বাদশা’। এ গল্প নিয়ে আমাদের টেলিভিশন ইন্ডাস্ট্রিতে সে বিটিভির আমল থেকে বহুবার নাটক নির্মিত হয়েছে। নাটকগুলোতে অভিনয় করেছেন বিখ্যাত তারকারা। এবার নতুন করে গল্পটি থেকে নাটক নির্মিত হতে যাচ্ছে। তবে এবার নাম রাখা হয়েছে এর প্রধান চরিত্র ‘আল্লারাখা’র নামে।

এবার ‘আল্লারাখা’র নায়িকা হচ্ছেন লাক্স তারকা মিম মানতাসা। এর মাধ্যমে করোনায় দীর্ঘ সময় ধরে ঘরবন্দি থাকার পর শুটিংয়ে ফিরেছেন মিম।

‘আল্লারাখা’ পরিচালনা করেছেন আনিসুজ্জামান আনিস। এর কাহিনি এমন— গ্রামের নাম মোহনপুর। অধিকাংশ অধিবাসীই চাষি মুসলমান। এই গ্রামের মাতব্বর গোছের চুন্নু ব্যাপারীর ছেলে আল্লারাখা ও মধ্যবিত্ত চাষি নারদ আলীর মেয়ে চান ভানু এই গল্পের নায়ক-নায়িকা। এতে আল্লারাখা চরিত্রটি রূপায়ণ করেছেন অ্যালেন শুভ্র। আর চান ভানু হয়েছেন মিম মানতাসা।

বিজ্ঞাপন

টেলিফিল্মের কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ। খুব শিগগির টেলিভিশনে প্রচার হবে ‘আল্লারাখা’।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর