Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেপ্টেম্বরে দীপিকা, সিদ্ধান্ত ও অন্যন্যার শুরু


২৪ আগস্ট ২০২০ ১৫:১০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গত বছর ঘোষণা এসেছিলো দীপিকা পাড়ুকোন ও শাকুন বাত্রা একত্রে একটি ছবিতে কাজ করবেন। যেটির গল্প মানুষের মধ্যকার সম্পর্ক। ছবিটিতে আরও অভিনয় করার কথা সিদ্ধান্ত চতুর্বেদী ও অনন্যা পাণ্ডে। কথা ছিলো এবছর শুটিং শুরু হবে। কিন্তু করোনা সবকিছু লণ্ডভণ্ড করে দিয়েছে। তবে নির্মাতার দীর্ঘ অপেক্ষার অবশেষে অবসান ঘটতে যাচ্ছে। তারা আগামী মাস থেকে ছবিটির শুটিং শুরু করার চিন্তা করছেন।

বলিউড হাঙ্গামা বলেছে ছবিটির শুটিং শুরু হবে গোয়া থেকে। এরপর হবে শ্রীলংকাতে। সেপ্টেম্বরে প্রথম পর্যায়ে টানা ২৫ দিনের শুটিং হবে। ছবির প্রধান অভিনয়শিল্পীরা দ্বিতীয় সপ্তাহ থেকে সেটে যোগ দিবেন। বর্তমানে পরিচালক এর প্রি-প্রডাকশন ও শুটিংয়ের সময়কার স্বাস্থ্যবিধি নিশ্চিত করা নিয়ে কাজ করছেন।

বিজ্ঞাপন

প্রযোজক করন জোহর প্রথম পর্যায়ের শুটিং শেষে সিদ্ধান্ত নিবেন কখন শ্রীলংকায় শুটিং করবেন।

নাম ঠিক না হওয়া ছবিটির গল্পের চরিত্রটা নৈতিকতার জালে আটকা থাকে বিভিন্ন ইস্যুতে। যেখান থেকে তারা বের হতে চেয়েও পারে না।

ছবিটি আগামী বছরের ১২ ফেব্রুয়ারি মুক্তির তারিখ ঠিক করা হয়েছিলো। কিন্তু অবস্থাদৃষ্টে মনে হচ্ছে মুক্তির সময় আরও পেছানো হবে।

অন্যন্যা দীপিকা সিদ্ধান্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর