Sunday 13 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মীরাক্কেল’ থেকে বাদ পড়লেন শ্রীলেখা মিত্র


২৫ আগস্ট ২০২০ ১৪:৫৯ | আপডেট: ২৫ আগস্ট ২০২০ ১৫:০০

কমেডি শো ‘মীরাক্কেল’র বিচারকের আসন থেকে বাদ পড়লেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। বিগত কয়েক বছর ধরেই ভারতের জি-বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় কমেডি শো ‘মীরাক্কেল’র বিচারকের আসনে ছিলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দুঃখপ্রকাশ করে এ খবর জানিয়েছেন তিনি নিজেই।

কী কারণে জনপ্রিয় এই কমেডি শো থেকে বাদ পড়লেন শ্রীলেখা! তা নিয়ে কোন কিছুই বলেননি তিনি। তবে সোশ্যাল মিডিয়ায় দেয়া পোস্টে তিনি লিখেছেন, ‘আমাকে ছাড়াই জনপ্রিয় কমেডি শো শুরু হতে চলেছে। এভাবেই বোধহয় সত্যি কথা বলার দাম চোকাতে হল!…’

বিজ্ঞাপন

গত ১০ বছর ধরে ‘মীরাক্কেল’র বিচারকের আসনে ছিলেন শ্রীলেখা। ‘মীরাক্কেল’ তার জন্য ভীষণ ইমোশনাল একটা জার্নি হিসেবেই মনে করেন তিনি। এ নিয়ে ভারতীয় গণমাধ্যমে তিনি দুঃখপ্রকাশ করে বললেন, ‘দীর্ঘ কয়েক বছর ধরেই এই শোয়ের অংশ ছিলাম আমি। খুব খারাপ লাগল যে, টিমের কেউই আমাকে জানালেন না বিষয়টা। আমি আনঅফিশিয়ালি লোকমুখে শুনলাম। কষ্ট হচ্ছে। এই কমেডি শো নিশ্চয় চলবে, কিন্তু আমি নিজেকে গুটিয়ে নিয়েছি’।

মীর’র সঞ্চালনা ও শুভঙ্কর চট্টোপাধ্যায়’র প্রযোজনা-পরিচালনায় ‘মীরাক্কেল’ বর্তমানে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় কমেডি শো। শুধু ভারতে নয়, বাংলাদেশেও রয়েছে এর বিপুল জনপ্রিয়তা। পরাণ বন্দ্যোপাধ্যায়, রজতাভ দত্ত এবং শ্রীলেখা-এই তিন বিচারকের সঙ্গে সঞ্চালক মীরের কথোপকথনে পেটে খিল ধরে যায় আপামর বাঙালি দর্শকদের। তাই সবারই কৌতূহল শ্রীলেখা’র পরিবর্তে কে বসবেন বিচারকের ঐ আসনে? এ ব্যাপারে চ্যানেলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। তবে শোয়ের প্রযোজনা সংস্থার এক ঘনিষ্ঠ সূত্র ভারতীয় গণমাধ্যমে জানিয়েছে, শ্রীলেখার পরিবর্তে ‘মীরাক্কেল’-এ দেখা যেতে পারে স্বস্তিকা মুখোপাধ্যায়, নুসরাত জাহান অথবা পাওলি দামকে।

বিজ্ঞাপন

পরাণ বন্দ্যোপাধ্যায় বাংলা কমেডি শো মীর মীরাক্কেল রজতাভ দত্ত শ্রীলেখা মিত্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর