Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পারভেজ’র ‘ছাড়াছাড়ি’


২৯ আগস্ট ২০২০ ১৬:৫৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পারভেজ সাজ্জাদ- এ দেশে সূফী ঘরানার একজন সংগীতশিল্পী হিসেবেই যিনি ব্যাপক জনপ্রিয়। এই করোনা দূর্যোগের মধ্যেও নিয়মিতই নতুন গানে কণ্ঠ দিচ্ছেন তিনি। গত ঈদের আগেও প্রকাশিত হয়েছিল তার একক একটি গান। এবার আবারও নতুন একটি গান গাইলেন তিনি। গত ২৭ আগস্ট রুশদা ফিল্মসের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হল তার নতুন গান- ‘ছাড়াছাড়ি’।

‘ছাড়াছাড়ি’ প্রসঙ্গে পারভেজ সাজ্জাদ বললেন, ‘ আমি যে ধরনের গান গাইতে পছন্দ করি, এই গানটিও তেমনই। কথার সঙ্গে সুরের চমৎকার সমন্বয় হয়েছে। আমি গীতিকার ও সুরকারের প্রতি কৃতজ্ঞ যে তারা আমার জন্য সুন্দর একটি গান তৈরি করেছেন। এটি একটি সেমি ক্লাসিক ফোক গান। এতে সুফির একটা প্রভাব আছে। আশা করছি দর্শক শ্রোতা গানটি পছন্দ করবেন।’

বিজ্ঞাপন

নাট্য নির্মাতা মিজানুর রহমান লাবুর কথায় গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন আবিদ রনি। গানটি ‘ছাড়াছাড়ি’ নামের একটি মিউজিক্যাল ফিল্মে ব্যবহার করা হয়েছে। যার পরিচালনায় লাবু নিজেই। আর এই মিউজিক্যাল ফিল্মটিতে অভিনয় করেছেন মঈন খান, আইরিন আফরোজ, শিল্পী সরকার অপু, ফারুক আহমেদ, শামীম, সিয়াম নাছির।

ছাড়াছাড়ি পারভেজ সাজ্জাদ রুশদা ফিল্মস