Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সার্ক উৎসবে শ্রেষ্ঠ চিত্রনাট্য ‘অজ্ঞাতনামা’


২৬ নভেম্বর ২০১৭ ০৬:০৩ | আপডেট: ২৬ নভেম্বর ২০১৭ ০৬:০৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিনোদন ডেস্ক

‘অজ্ঞাতনামা’ ছবির জন্য সার্ক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চিত্রনাট্যের পুরস্কার পেয়েছেন তৌকির আহমেদ। শনিবার সন্ধ্যায় শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় ন্যাশনাল ফিল্ম করপোরেশন মিলনায়তনে উৎসবের সমাপনী অনুষ্ঠানে তার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথি, জুরি বোর্ডর সদস্য, সার্ক সদস্য রাষ্ট্রের কূটনৈতিকবৃন্দ, সার্কের পরিচালকবৃন্দ ও সদস্য রাষ্ট্রের চলচ্চিত্র সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিরা।

২১ থেকে ২৫ নভেম্বর অনুষ্ঠিত হয় ‘সার্ক চলচ্চিত্র উৎসব ২০১৭’। এবারের উৎসবে প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের আরও একটি ছবি প্রদর্শিত হয়, জাকির হোসেন রাজু পরিচালিত ‘প্রেমী ও প্রেমী’। এছাড়া উৎসবের মাস্টার বিভাগে দেখানো হয় মোরশেদুল ইসলাম পরিচালিত ‘অনিল বাগচীর একদিন’ ছবিটি।

বিজ্ঞাপন

এবারের উৎসবে সার্কভুক্ত আটটি দেশের ১৬টি সিনেমা প্রতিযোগিতা বিভাগে অংশ নেয়।

এদিকে, আগামী ১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে তৌকির আহমেদ পরিচালিত নতুন ছবি ‘হালদা’। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোশারফ করিম, তিশা ও জাহিদ হাসান।

সার্ক উৎসবে শ্রেষ্ঠ চিত্রনাট্য ‘অজ্ঞাতনামা’