Tuesday 30 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানসিক শক্তি ও ‘স্বামী-স্ত্রীর গল্প’


৩১ আগস্ট ২০২০ ১৯:১৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিউলী- যে কিনা সব সময় স্বামীর পকেট থেকে টাকা চুরি করে। তার স্বামী জীবিকার তাগিদে মুক্তিযোদ্ধার সন্তান মীর সাব্বির ঢাকায় আসেন। নিজের কাছের বন্ধু দ্বারা চক্রান্তের স্বীকার হয়ে একটি পা হারান তিনি। আবার ফিরে যান গ্রামে। গ্রামে গিয়ে স্ত্রীর দেওয়া চায়ের দোকানে বসেন তিনি। একটি পা হারলেও স্ত্রী তাকে ছেড়ে যায় না বরং তাকে নানাভাবে মানসিক শক্তি যোগান।

এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘স্বামী স্ত্রীর গল্প’। সোহাগ কাজী’র রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন মীর সাব্বির, প্রিয়াঙ্কা জামান ও বড় পর্দার খল অভিনেতা ডন। ইতিমধ্যে গাজীপুরের বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং শেষ হয়েছে। নির্মাতা সূত্রে জানা গেছে, খুব শীঘ্রই নাটকটি নাগরিক টিভিতে প্র্রচারিত হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো