Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবার হাসপাতালে অভিনেতা ফারুক


১ সেপ্টেম্বর ২০২০ ১৬:৪২

বাংলা চলচ্চিত্রের সাদাকালো যুগের অন্যতম সফল ও জনপ্রিয় নায়ক ‘ফারুক’। চলচ্চিত্রের সবার কাছে ‘মিয়া ভাই’ নামে পরিচিত কিংবদন্তি এই চলচ্চিত্র অভিনেতা গত ১৬ আগস্ট শারীরিক অসুস্থতা নিয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আর সেখানেই গেলো ১৮ আগস্ট গায়ে জ্বর নিয়ে ৭২ বছর পূর্ণ করেছেন এই অভিনেতা। এরপর সুস্থ হয়ে ফিরে আসেন বাসায়।

কিন্তু সপ্তাহখানেক বাসায় থাকার পর আবার অসুস্থ হয়ে পড়েছেন চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান।

বিজ্ঞাপন

গণমাধ্যমে জায়েদ খান জানান, ‘অসুস্থ অনুভব করলে সোমবার হাসপাতালে ভর্তি হন ফারুক ভাই। তিনি বর্তমানে চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছেন।’

এর আগে হাসপাতালে ভর্তি অবস্থায় দুদফায় তার করোনা পরীক্ষা করালে তার করোনা পরীক্ষায় নেগিটিভ আসে। বেশ কয়েকদিন হাসপাতালে থাকার পর কিছুটা সুস্থ হলে তিনি বাসায় ফেরেন।

সেসময় শারীরিক অসুস্থতা প্রসঙ্গে গণমাধ্যমে অভিনেতা ফারুক জানিয়েছিলেন, ‘বেশ কয়েকদিন ধরেই শরীরটা খারাপ যাচ্ছিলো। অবশেষে প্রচণ্ড জ্বর নিয়ে ১৬ আগস্ট হাসপাতালে ভর্তি হয়েছি। জ্বর কমছে না। করোনা টেস্ট করিয়েছি দুইবার। আলহামদুলিল্লাহ, নেগেটিভই এসেছে। সেদিক থেকে দুশ্চিন্তা নেই। দোয়া চাই যেন সুস্থ হয়ে উঠি দ্রুত।’

অভিনেতা ফারুক’র পুরো নাম আকবর হোসেন পাঠান দুলু। কিন্তু ‘ফারুক’ নামেই ১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’র মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। সে ছবিতে তার বিপরীতে নায়িকা ছিলেন কবরী। এরপর ১৯৭৩ সালে খান আতাউর রহমান পরিচালিত ‘আবার তোরা মানুষ হ’ এবং ১৯৭৪ সালে নারায়ণ ঘোষ মিতা পরিচালিত ‘আলোর মিছিল’ নামের দুটি মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয় করেন ফারুক। তবে তিনি নায়ক হিসেবে দর্শকদের মনে জায়গা করে নেন ১৯৭৫ সালে গ্রামীণ পটভূমিতে নির্মিত ‘সুজন সখী’ ও ‘লাঠিয়াল’ ছবি দুটির মাধ্যমে। এই দুটি ছবিই ব্যবসাসফল ও দর্শকনন্দিত হয়েছিলো। এমনকি সেই বছর ‘লাঠিয়াল’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব চরিত্রের অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেন ফারুক। এছাড়াও দেশের চলচ্চিত্রে অসামান্য অবদান রাখায় ২০১৬ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা প্রদান করা হয় চলচ্চিত্র জগতে ‘মিয়াভাই’ খ্যাত অভিনেতা ফারুককে।

বিজ্ঞাপন

অভিনেতা ফারুক আকবর হোসেন পাঠান দুলু জায়েদ খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর