‘মোল্লাবাড়ির বউ’র ১৫ বছর
২ সেপ্টেম্বর ২০২০ ১৬:৫৫
সালাউদ্দিন লাভলু নাটকের জনপ্রিয় নির্মাতা, অভিনেতা। তিনি এ জীবনে একটি ছবিই নির্মাণ করেছেন ‘মোল্লাবাড়ির বউ’। ২০০৫ সালের ২ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পেয়েছিল। দারুণ জনপ্রিয় ও একইসঙ্গে ব্যবসাসফল ছবিটির বুধবার ১৫ বছর পূর্তি হল।
বর্ষীয়ান অভিনেতা এটিএম শামসুজ্জামান ‘মোল্লাবাড়ির বউ’ ছবির কাহিনিকার ও চিত্রনাট্যকার। পারিবারিক প্রেক্ষাপটের উপর নির্মিত ছবিটির মূল গল্প সামাজিক নানান কুসংস্কার নিয়ে। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ, শাবনূর ও মৌসুমী। আরও ছিলেন এটিএম শামসুজ্জামান, প্রাণ রায়, চিত্রলেখা গুহ, কেরামত মাওলা, খায়রুল আলম সবুজ, ওয়াহিদা মল্লিক জলি, মাসুদ আলী খান।
ছবিটি জনপ্রিয় হবার অন্যতম কারণ হচ্ছে এর গান। এর সঙ্গীত পরিচলানা করেছেন ইমন সাহা। এতে পাঁচটি গান ব্যবহৃত হয়েছে—‘ও বনের কোকিল কোকিল রে…’, ‘বান্দিলাম পিরিতের ঘর’, ‘খড় কুটার এক বাসা বাঁধলাম’, ‘অন্তর দিলাম বিছাইয়া’, ‘যন্ত্রণার আগুন আমার’, ‘দেখেছি প্রথমবার দুচোখে প্রেমের জোঁয়ার’।
‘মোল্লাবাড়ির বউ’ ছবির গানগুলোতে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, মমতাজ, মনির খান, এন্ড্রু কিশোর, কনক চাঁপা ও আসিফ।
সালাউদ্দিন লাভলু ‘মোল্লাবাড়ির বউ’ ছবির পর ‘ওয়ারিশ’ নির্মাণের ঘোষণা দেন। ছবিতে আরিফিন শুভকে চুক্তিবদ্ধও করানো হয়। কিন্তু ছবিটি শেষ পর্যন্ত হয়নি।