মোশাররফ করিম ও সুমাইয়া শিমু’র ‘ভালবাসার এবেলা ওবেলা’
৩ সেপ্টেম্বর ২০২০ ১৮:২৭
শামসু কাজী তখন মাত্র কাজী অফিসের রেজিট্রেশন পেয়ে কাজ শুরু করেছে। যত্ন করে বিয়ে পড়ায়। একদিন সকাল বেলা রিনা নামে এক মেয়ে আসে বিয়ে করবে বলে। রাজশাহী থেকে সে পালিয়ে এসেছে। তার প্রেমিক মনির আসবে গাজীপুর থেকে। সকাল পেরিয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকাল, সন্ধ্যা; মনির এলোনা। মেয়েটির বাড়ী ফেরার পথ বন্ধ, যাওয়ার কোন জায়গাও নেই। উপায়ন্তর না দেখে শামসু তার বোনের কাছে রিনাকে রেখে যায়।
দীর্ঘ চার মাস ধরে মনিরের জন্য অপেক্ষা করে রিনা, কিন্তু মনির আসে না। অনেক বুঝিয়ে শুনিয়ে ভাইয়ের সাথে রিনার বিয়ে দেয় শায়লা। শামসু আর রিনার আজ পাঁচ বছরের সংসার। শামসু এখনও মনিরের আসার চিন্তায় উদ্বিগ্ন। একদিন ঠিকই সেই মনির এসে হাজির হয়। এরপর…
এমনই একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘ভালবাসার এবেলা ওবেলা’। মাতিয়া বানু শুকু’র চিত্রনাট্য রচনায় নাটকটি পরিচালনা করেছেন জুবায়ের ইবনে বকর। অভিনয় করেছেন- মোশাররফ করিম, সুমাইয়া শিমু, মিশু সাব্বির, মনিরা মিঠু প্রমূখ।
‘ভালবাসার এবেলা ওবেলা’ নাটকটি প্রচারিত হবে এনটিভিতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায়।