Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবার শুরু হচ্ছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’


৪ সেপ্টেম্বর ২০২০ ১৩:৩৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গত ১৪ মার্চ থেকে লঞ্চের মধ্যে শুটিং চলে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবির। খুলনার বিভিন্ন অঞ্চলে চলে শুটিং প্রযোজক সমিতিসহ অন্যান্যদের অনুরোধে গত ৬ এপ্রিল ঢাকা ফিরেন পরিচালক আবু রায়হান জুয়েল। করোনা পরিস্থিতির কারণে পরিচালক বাকি শুটিং করতে পারছিলেন না পরিচালক। অবশেষে ছবিটির শুটিং পুনরায় শুরু হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে খুলনার উদ্দেশ্যে রওনা দিয়েছে শুটিং ইউনিট। শুক্রবার (৪ সেপ্টেম্বর) থেকে আবার শুটিং শুরু হবে ছবির। নতুন করে মোট ১২ দিন শুটিং হবে। এর মাধ্যমে ছবির সকল প্রকার শুটিং শেষ হবে।

বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক ড. মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ থেকে নির্মিত হচ্ছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। এতে জুটিবদ্ধ হয়ে কাজ করছেন পরীমনি ও সিয়াম আহমেদ।

বিজ্ঞাপন

‘২০১৮-২০১৯ অর্থবছরে ‘নসু ডাকাত কুপোকাত’ নামে ৬০ লাখ টাকা সরকারি অনুদান পায় এই সিনেমার পাণ্ডুলিপি। তবে পরে নাম পরিবর্তন করে রাখা হয় ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। এর চিত্রনাট্য করেছেন জাকারিয়া সৌখিন। সিনেমাটির জন্য প্রথমবার গান লিখেছেন ড. মুহম্মদ জাফর ইকবাল।

গত ১০ ফেব্রুয়ারি রাতে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’র মহরত অনুষ্ঠিত হয়।

অ্যাডভেঞ্চার অব সুন্দরবন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর