Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্রেফতার হলেন রিয়ার ভাই সৌভিক ও সুশান্তের ম্যানেজার স্যামুয়েল


৪ সেপ্টেম্বর ২০২০ ২১:১০

মাদক পাচারের অভিযোগে গ্রেফতার হলেন সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্তীর ভাই সৌভিক চক্রবর্তী। একই সাথে গ্রেফতার করা হয়েছে সুশান্তের হাউজ ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকেও। আজ (শুক্রবার) সকাল সাড়ে ছটা নাগাদ রিয়া চক্রবর্তী এবং স্যামুয়েল মিরান্ডার বাড়িতে তল্লাসি শুরু করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। রিয়ার বাড়ি থেকে ল্যাপটপ, মোবাইল-সহ একাধিক ইলেক্ট্রনিক গেজেট বাজেয়াপ্ত করেন ‘এনসিবি’র কর্মকর্তারা। সেই সাথে সুশান্তের হাউজ ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকে আটকের পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য তুলে নিয়ে যাওয়া হয় সৌভিক চক্রবর্তীকেও। সন্ধ্যার পরপরই খবর আসে এদের দুজনকেই গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)’র সুত্রে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর কর্মকর্তাদের লাগাতার জেরার মুখে ভেঙে পড়েছেন সৌভিক চক্রবর্তী। তিনি স্বীকার করে নিয়েছেন, সুশান্তের বাড়িতে রিয়ার নির্দেশেই আনা হত মাদক। স্যামুয়েল মিরান্ডার মাধ্যমেই ড্রাগ কেনা হত বলে জেরায় জানিয়েছেন সৌভিক। একবার নয়, রিয়ার নির্দেশে একাধিকবার ড্রাগ আনা হয়েছে বলে এনসিবি-কে জানান সৌভিক। আর সৌভিকের স্বীকারোক্তির বেশ কিছুক্ষণ পরই সৌভিক চক্রবর্তীর গ্রেফতারির খবর প্রকাশ্যে আসে।

বিজ্ঞাপন

এদিকে ইতিমধ্যেই সৌমিকের গ্রেফতারির কথা নিশ্চিত করেছেন ‘এনসিবি’র কর্মকর্তারা। তবে কিছু কাগজপত্র তৈরি করা এখনো বাকি আছে এবং যাবতীয় নিয়ম মেনে সৌভিক ও স্যামুয়েলকে আদালতে পেশ করা হবে বলেও জানিয়েছেন ‘এনসিবি’র কর্মকর্তারা।

এর আগে ‘মুম্বাইয়ের বান্দ্রার একটি ফুটবল ক্লাবে মাদকের ব্যবসা করছেন রিয়ার ভাই সৌভিক!’ নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)’র তদন্ত থেকে পাওয়া এমনই একটি চাঞ্চল্যকর তথ্য জানিয়ে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি আটককৃত মাদক কারবারী বাসিত, জায়েদ এবং ফৈয়াজকে জেরা করার পর তাদের সাথে সৌভিক চক্রবর্তীর যোগাযোগের বিষয়টি প্রকাশ পায়। জানা গেছে, মুম্বাইয়ের বান্দ্রার একটি ফুটবল ক্লাবে মাদকের কারবার শুরু করেন সৌভিক। বান্দ্রার ওই ফুটবল ক্লাবে আবদুল বাসিতের সঙ্গে পরিচয়ের পর বন্ধুত্ব হয়ে যায় সৌভিক চক্রবর্তীর। এরপর বাসিতের মাধ্যমেই মাদক পাচারকারী কাইজান আহমেদের সঙ্গে পরিচয় হয় তার। আবদুল বাসিতই এরপর সৌভিক চক্রবর্তীকে মাদকের সরবরাহ করতে শুরু করেন। ফলে দুজনের মধ্যে তৈরি হয়ে যায় অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক। বুধবার মুম্বাই থেকে আবদুল বাসিতকে গ্রেফতারির পর জেরায় একাধিক তথ্য উঠে আসতে শুরু করেছে।

প্রকাশিত প্রতিবেদনটিতে আরও বলা হয়, নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর পক্ষ থেকে জানিয়েছে, সৌভিক চক্রবর্তীর মাধ্যমে যাতে বলিউডে প্রবেশ করে জমিয়ে ব্যবসা করা যায়, সেই চেষ্টাই শুরু করেন বাসিত, জায়েদ এবং ফৈয়াজ। সৌভিকের সঙ্গে পরিচয়ের পর বলিউডের বিভিন্ন হাই প্রোফাইল পার্টিতে হাজির হয়ে তারকাদের সঙ্গে সম্পর্ক তৈরি করে ব্যবসা চালানোই এই মাদক কারবারী এবং পাচারকারীদের অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল বলে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর পক্ষ থেকে জানান হয়েছে।

রিয়া চক্রবর্তী সুশান্ত মৃত্যুরহস্য সুশান্ত সিং রাজপুত সৌভিক চক্রবর্তী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর