Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সালমান শাহ স্মরণে নাগরিকে ‘কেয়ামত থেকে কেয়ামত’


৫ সেপ্টেম্বর ২০২০ ১৪:০৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রয়াত নায়ক সালমান শাহ। ১৯৯৬ সালের  ৬ সেপ্টেম্বর অসংখ্য ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান তিনি। এখনো ভক্তদের অন্তরে অন্তরে এ স্বপ্নের নায়ক। সালমান শাহ আজও বেঁচে আছেন তার কাজের মাধ্যমে।

প্রয়াণ দিবসে সালমান শাহকে স্মরণ করবে নাগরিক টেলিভিশন। ৬ সেপ্টেম্বর (রবিবার) দুপুর ২টা ৩০ মিনিটে নাগরিক টেলিভিশনে প্রচার হবে সালমান অভিনীত আলোচিত সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’।

১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত এ সিনেমাতে সালমানের বিপরীতে ছিলেন মৌসুমী। সিনেমাটি পরিচালনা করেছেন সোহানুর রহমান সোহান। আমির খান-জুহি চাওলা জুটির সুপারহিট হিন্দি সিনেমা ‘কেয়ামত সে কেয়ামত তক’ এর অফিসিয়াল পুনঃনির্মাণ ‘কেয়ামত থেকে কেয়ামত’। মুক্তি পর দর্শক মহলে বেশ সাড়া ফেলেছিল সিনেমাটি। পাশাপাশি পেয়েছিল ব্যবসায়িক সফলতা। সালমান-মৌসুমী ছাড়াও এতে আরও অভিনয় করেছেন রাজিব, আহমেদ শরীফ, আবুল হায়াত, খালেদা আক্তার কল্পনা প্রমুখ।

বিজ্ঞাপন

সিনেমাটি প্রচার প্রসঙ্গে নাগরিক টেলিভিশনের অনুষ্ঠান প্রধান কামরুজ্জামান বাবু বলেন, জনপ্রিয় নায়ক সালমান শাহর সুপারহিট সিনেমা এটি। ২৭ বছর আগে মুক্তি পেলেও এ সিনেমার আবেদন এখনও ফুরিয়ে যায়নি। সালমান ভক্তরা আজও এ সিনেমা দেখতে চায়। তাদের কথা এবং প্রয়াত নায়কের প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমাটি প্রচার করে সালমান শাহকে স্মরণ করার জন্যই আমাদের এ আয়োজন।

কেয়ামত থেকে কেয়ামত নাগরিক টিভি সালমান শাহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর